KV Ramani: সম্পত্তির ৮০ শতাংশেরও বেশি দিয়েছিলেন শিরডির সাই ট্রাস্টে; রমানির লক্ষ্য এখন সাই ইউনিভার্সিটির উন্নতিসাধন

Last Updated:

শ্রী সাই ট্রাস্টের অধীনে গড়ে তোলা হয়েছে সাই বিশ্ববিদ্যালয়। ২০২১ সালের অগাস্ট মাসে এটি শুরু হয়েছে।

KV Ramani
KV Ramani
#নয়াদিল্লি: এ ২০০৪ সালের কথা! ন্যাসকমের (Nasscom) কো-ফাউন্ডার এবং সফটওয়্যার অন্ত্রেপ্রেনর (Software Entrepreneur) কেভি রমানি (KV Ramani) তাঁর সম্পত্তির ৮০ শতাংশেরও বেশি দান করে দিয়েছিলেন শিরডি সাই বাবার (Sai Baba of Shirdi) মন্দিরের শ্রী সাই ট্রাস্টে (Shree Saibaba Sansthan Trust)। বর্তমানে তাঁর একমাত্র লক্ষ্য সাই বিশ্ববিদ্যালয়ের (Sai University) উন্নতিসাধন।
সাই বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার-চ্যান্সেলর কেভি রমানির উদ্দেশ্য হল সাই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা। এই উদ্দেশ্যেই তিনি তাঁর সম্পত্তির এই বিপুর ভাগ দান করেছেন শ্রী সাই ট্রাস্টে। রমানি তাঁর পরিবারের জন্য সম্পত্তির ১২ শতাংশ রেখে, ৮০ শতাংশেরও বেশি সম্পত্তি শ্রী সাই ট্রাস্টে দান করে দিয়েছেন। বর্তমানে এই ট্রাস্ট আর কারও কাছ থেকে ডোনেশন গ্রহণ করে না। রমানির দেওয়া এই সম্পত্তি সাই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে খরচ করা হবে।
advertisement
advertisement
শ্রী সাই ট্রাস্ট বর্তমানে ১০০০-এর বেশি স্নাতক ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেয়, ৪০০০-এর বেশি জনগণকে মেডিক্যাল কেয়ার সাপোর্ট দিয়ে সাহায্য করে এবং পুরো ভারতে প্রতি দিন প্রায় ৫০০০-এর বেশি মিল সরবরাহ করে বিনামূল্যে। এছাড়াও শ্রী সাই ট্রাস্ট পুরো ভারতে প্রায় ৪৫০টি সাই মন্দিরে ফান্ড দিয়ে সাহায্য করে। শ্রী সাই ট্রাস্টের অধীনে গড়ে তোলা হয়েছে সাই বিশ্ববিদ্যালয়। ২০২১ সালের অগাস্ট মাসে এটি শুরু হয়েছে। চেন্নাইয়ের ওল্ড মহাবলীপুরম রোডে এটি অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে ৩টি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম। সেই তিনটি বিষয় হল লিবারাল আর্টস, সায়েন্স এবং টেকনোলজি। এছাড়াও সেখানে চালু করা হয়েছে আইনের পোস্টগ্র্যাজুয়েট কোর্স।
advertisement
৭০ বছরের কেভি রমানি এই প্রসঙ্গে বলেছেন, "আমরা সকলকে শিক্ষা দিতে চাই একটি পরিষেবা হিসাবে, আমরা শিক্ষাকে কখনই ব্যবসা হিসাবে ব্যবহার করতে চাই না। সকলকে শিক্ষা দেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য। এর জন্য কারও কাছ থেকে একটা পয়সাও নেওয়া হবে না। সাই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সকলকে শিক্ষিত করে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য।’’
advertisement
সাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার লক্ষ্য হল ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার আমূল উন্নতিসাধন করা। ভারত স্বাধীন হওয়ার ৭৫ বছর পরেও সারা বিশ্বে একটাও ভারতীয় বিশ্ববিদ্যালয় প্রথম ৫০-এ জায়গা করতে পারেনি। সাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হল অন্তত প্রথম ১৫০-র মধ্যে জায়গা করে নেওয়া। বর্তমানে ভারতের শিক্ষা ব্যবস্থায় ইনভেস্ট করা হচ্ছে ব্যবসার কথা মাথায় রেখে। কিন্তু সাই বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে প্রকৃত শিক্ষার উদ্দেশ্যে। পুরো বিশ্বের কাছে পৌঁছনোর জন্য গড়ে তোলা হয়েছে এই বিশ্ববিদ্যালয়। ভারতের বাইরে যাঁরা পড়তে যান, তাঁরা যেন দেশেই আধুনিক শিক্ষা ব্যবস্থার সুবিধা গ্রহণ করতে পারেন, তার জন্য এটিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
KV Ramani: সম্পত্তির ৮০ শতাংশেরও বেশি দিয়েছিলেন শিরডির সাই ট্রাস্টে; রমানির লক্ষ্য এখন সাই ইউনিভার্সিটির উন্নতিসাধন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement