Ind vs Aus: ফের কোনও কেলেঙ্কারি, স্টাম্প ক্যামেরায় ধরা পড়ে গেলেন স্মিথ, Viral Video

Last Updated:

ফের কি কলঙ্কিত ক্রিকেট, নেটিজেনদের কথায় cheating

#সিডনি: আরও একটা কেলেঙ্কারিতে জড়ালো অস্ট্রেলিয়া ৷ এবার একেবারে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith) ৷ চতুর্থ ও পঞ্চম দিনে দাঁতে দাঁত চেপে লড়াই করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র করল টিম ইন্ডিয়া৷ এরমধ্যে অবশ্য সিডনি গ্যালারি থেকে নিয়মিত ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে উড়ে এসেছে জাতি বিদ্বেষমূলক গালাগালি৷ ক্রিকেট অস্ট্রেলিয়া, আইসিসি সকলেই নেমেছে আসরে৷ চতুর্থদিনে মহম্মদ সিরাজকে ‘মাঙ্কি’ (Monkey) বলায় খেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন ৷
এটাই সব ভেবে থাকলে বড় ভুল৷ পঞ্চমদিনে ভারতীয় ক্রিকেটাররা যখন অস্ট্রেলিয়া -র বোলারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করছে তখন আসরে নামেন স্টিভ স্মিথ৷ ঋষভ পন্থ (Rishabh Pant) একেবারে স্বভাবসিদ্ধভাবে ঢঙে চালিয়ে খেলছিলেন৷ সেই সময়ে ড্রিঙ্কস ব্রেকে ঋষভ পন্থের ব্যাটিং গার্ড জুতো দিয়ে ঘষটে দিচ্ছিলেন৷ আর সেই ছবি ধরা পড়ে যায় সম্প্রচারকারী টিভি চ্যানেলের ক্যামেরায়৷
advertisement
স্টাম্প ক্যামেরায় পরিষ্কার দেখায় ব্যাটিং ক্রিজে ঢুকে পড়লেন এবং পা দিয়ে সেই জায়গাটা ঘষটে দিলেন৷ দেখে নিন সেই ভিডিওটি৷
advertisement
advertisement
এই নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে ওঠে৷ স্টিভ স্মিথ ড্রিঙ্কস ব্রেকের সময় পিচের ওপর পা ঘষে ঘষে ঠিক কী করছিলেন তা নিয়ে প্রশ্ন তুলছেন সকলেই৷ তাঁরা সকলেই একমত যে ঋষভ পন্থের ‘batting guards mark’ ঘষটে তুলে দিচ্ছিলেন তিনি৷
advertisement
advertisement
ঋষভ পন্থ ও চেতেশ্বর পূজারা দারুণ একটি ১৪৮ রানের পার্টনারশিপ করেন চতুর্থ উইকেটে৷ পঞ্চমদিনের শুরুতেই অধিনায়ক অজিঙ্ক রাহানে মাত্র ৪ রানে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর শুরুটা একটু ধরে করেছিলেন ঋষভ পন্থ৷ আর তারপর নিজের স্বভাবসিদ্ধ ঢঙে খেলে ৯৭রানে আউট হয়ে যান তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান৷ ন্যাথান লিঁওকে এদিন বাকি ক্রিকেটাররা সমীহ করলেও পন্থ খেলছিলেন স্বভাবসিদ্ধ ঢঙে৷
advertisement
ম্যাচের ৮০ তম ওভারে লিঁওই ঋষভ পন্থের উইকেটটি তুলে নেন৷ শতরান থেকে তিন রান দূরে থামে তাঁর ইনিংস৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Aus: ফের কোনও কেলেঙ্কারি, স্টাম্প ক্যামেরায় ধরা পড়ে গেলেন স্মিথ, Viral Video
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement