Indian Cricket Team-র কোচ কি ফের বিদেশি! Anil Kumble ছিটকে গেলেন রেস থেকে

Last Updated:

Indian Cricket Teamএ পরবর্তী কোচের (next coach) খোঁজ চলছে?

anil kumble not to return as team india coach says bcci source- Photo-PTI
anil kumble not to return as team india coach says bcci source- Photo-PTI
#নয়াদিল্লি :  ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচ রবি শাস্ত্রীর দায়িত্বের সময় শেষ হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের  (T20 World Cup 2021) ঠিক পরেই৷ এই অবস্থায় বিসিসিআই  (BCCI) নতুন কোচের (next coach) খোঁজে রয়েছে৷ প্রাক্তন অধিনায়ক ও কোচ অনিল কুম্বলের (Anil Kumble) নামও ভাসছে ৷ কিন্তু বোর্ডের অধিকাংশ সদস্য তাঁর নামে রাজি হতে এই মুহূর্তে রাজি নন৷ সূত্রের খবর বিশ্বকাপ শেষ হওয়ার পর ফের একবার ভারতীয় ক্রিকেট দলের জন্য বিদেশি কোচ আসতে পারে৷
সংবাদ সংস্থা আইএএনএস অনুযায়ি, ‘‘ অনিল কুম্বলে (Anil Kumble) নিজেও কোচিং নিয়ে উৎসুক নন৷ ’’ বোর্ড সূত্রের দাবি অনিল কুম্বলে নিজেও ফিরতে চান না আর বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়া বোর্ডের কারোরও তাঁকে নিয়ে আগ্রহ নেই৷ বোর্ড এখন বিদেশি কোচ খুঁজছে৷ ’’ সূত্র আরও জানিয়েছে অনিল কুম্বলে নিজেও জানেন দলের (Indian Cricket Team) সিনিয়র ক্রিকেটাররা অর্থাৎ বিরাট কোহলিদের সঙ্গে কাজ করতে হবে৷ এতে তাঁর জন্য কোনও কিছুই নতুন হবে না৷ সৌরভ তাঁর নামের প্রস্তাব করেছিলেন৷ কিন্তু বোর্ডের বাকিরা এই নামে নিজের মত নেই জানিয়েছে৷ ’’
advertisement
advertisement
অনিল কুম্বলে (Anil Kumble) এখন আইপিএল দল পঞ্জাব কিংসের কোচ৷ সূত্র জানিয়েছে অনিল কুম্বলের কোচিং রেকর্ড আকর্ষক নয়৷ পঞ্জাবের সঙ্গেও আইপিএলে বিশেষ ভালো কিছু হচ্ছে না৷ ভিভিএস লক্ষ্মণের এই পদ পাওয়া মুশকিল৷ এখনও এক মাসের বেশি সময় রয়েছে৷ দেখা যাক কী বেরিয়ে আসে৷ ’’ খবর অনুযায়ি ব্যাটিং কোচ বিক্রম রাঠোর কোচের পদের জন্য আবেদন করেছেন৷
advertisement
কোহলির সঙ্গে বিবাদ
অনিল কুম্বলে আগেও ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচ ছিলেন৷ কিন্তু ২০১৭ সালে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বিবাদের জেরে নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দেন তিনি৷ ২০১৭ -তে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পর এই বিবাদ সামনে আসে৷ এরপর রবি শাস্ত্রীকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়৷ বিদেশি কোচ টিম ইন্ডিয়ার জন্য লাকি প্রমাণিত হয়েছেন৷ টিম ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিল গ্রেগ চ্যাপেলের কোচিংয়ে৷ ২০১১ বিশ্বকাপের সময় কোচ ছিলেন গ্যারি কার্স্টেন৷ ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির কোচ ছিলেন ডানকান ফ্লেচার৷ অর্থাৎ সাম্প্রতিক আইসিসি ট্রফি জয়ের সময় বিদেশি কোচরাই ভারতীয় ক্রিকেট দলের কোচিং করতেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Indian Cricket Team-র কোচ কি ফের বিদেশি! Anil Kumble ছিটকে গেলেন রেস থেকে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement