হার্দিক পান্ডিয়া
ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এখনও অবধি আইপিলের (IPL 2021) ম্যাচ খেলা নিয়ে বেশ চাপে৷ এই অবস্থায় অনেকেই তাঁর ফিটনেস কবে ফিরবে তা নিয়ে জোরালো আলোচনা৷ এদিকে তাঁর ফর্ম নিয়েও তিনি প্রশ্নের সামনে৷ তাঁর খেলার সম্ভবনা নিয়ে তাই বড় প্রশ্ন রয়েছে৷ এই বদল করতে হলে ১০ অক্টোবরের মধ্যে করতে হবে৷ তাঁর শেষ খেলা সিরিজে তাঁর পারফরম্যান্সও মনোঃপূত ছিল না৷
ভুবনেশ্বর কুমার
এদিকে এই তালিকায় হালকা হলেও শোনা যাচ্ছে ভুবনেশ্বর কুমারের নাম৷ তিনি দারুণ মানের বোলার হলেও তাঁর আইপিএলে (IPL 2021)পারফরম্যান্স সেভাবে দাগ কাটতে পারছে না৷ যদি এভাবে সেই পারফরম্যান্সের ধাপ নামতে থাকে তাহলে তিনিও আর পারবেন না টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (T20 World Cup 2021) দলে নিজের নাম টিকিয়ে রাখতে৷
ইশান কিষাণ
ইশান কিষাণ টি টোয়েন্টি আন্তর্জাতিকে এই বছরেই অভিষেক ঘটিয়েছে ৷ আইপিএলে এবারের তিনি সেভাবে কিছুই করতে পারেননি৷ পরপর ফ্লপ হচ্ছেন তিনি৷ আইপিএল ২০২১ আসলে এই সময়ে হয়ে প্লেয়ারদের বর্তমান ফর্ম খুব ভালো করে দেখিয়ে দিচ্ছে৷ তাই এই নন পারফর্মিং ক্রিকেটাররা টি টোয়েন্টি দলে জায়গা ধরে রাখতে পারবেন কিনা সময় বলবে৷