Copa America 2024: বেজে গেল কোপা আমেরিকা ২০২৪-এর দামামা, ফাইনালে উঠলে ঘরের মাঠে খেলবে মেসি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Copa America 2024 Host Cities Announced: ইউরো ২০২৪-এর গ্রুপ বিন্যাস ঘোষণার কয়েক দিনের মধ্যেই বেজে গেল কোপা আমেরিকার দামামাও। আমেরিকার কোন কোন শহরে খেলা হবে তা জানিয়ে দিল দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল।
ইউরো ২০২৪-এর গ্রুপ বিন্যাস ঘোষণার কয়েক দিনের মধ্যেই বেজে গেল কোপা আমেরিকার দামামাও। ২০২৪ সালে কোপা আমেরিকা যে ইউএসএ-তে হবে তা আগেই জানা গিয়েছিল। এবার আমেরিকার কোন কোন শহরে খেলা হবে তা জানিয়ে দিল দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল।
১৪টি শহরের নাম ঘোষণা করেছে কনমেবল। সেই শহরগুলি হল, লাস ভেগাস, আর্লিংটন, শার্লট, কানসাস সিটি (কানসাস), অরল্যান্ডো, কানসাস সিটি (মিসৌরি), মায়ামি, সান্টা ক্লারা, আটলান্টা, ইস্ট রুদারফোর্ড, হিউস্টন, অস্টিন, ইঙ্গলউড (ক্যালিফোর্নিয়া) ও গ্লেনডালে।
এবারের কোপা আমেরিকার প্রথ ম্যাচ হবে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। সেই ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। আর ফাইনাল আয়োজিত হবে ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। বর্তমানে এই মায়ামি ক্লাবের হয়েই ফুটবল খেলেন মেসি। ফলে আর্জেন্টিনা যদি ফাইনালে পৌছায় তাহলে মেসি নিজের ক্লাবের মাঠে ফাইনাল খেলার সুযোগ পাবেন।
advertisement
advertisement
🏟️ Los 14 estadios distribuidos en 10 estados de la Costa Este, Zona Central y Costa Oeste se vestirán con los colores y la imagen de esta nueva edición del torneo de selecciones más antiguo y emocionante del mundo. 👉🏼 https://t.co/SB2BIxWd6K
.
📍Os 14 estádios distribuídos… pic.twitter.com/ryM0sOJAqp
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) December 4, 2023
advertisement
প্রসঙ্গত, এবারের কোপা আমেরিকা হবে ১৬টি দেশ নিয়ে। ১০ টি দেশ দক্ষিণ আমেরিকার ফুটবল খেলীয় দেশগুলি। বাকি ৬টি দেশ আমন্ত্রিত। প্রতিযোগিতায় মোট ৩২টি ম্যাচ হবে। ২৫ দিনে শেষ হবে পুরো প্রতিযোগিতা। আগামি ৭ ডিসেম্বর ঘোষণা হবে কোপা আমেরিকা ২০২৪-এর ড্র।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2023 8:20 PM IST