Copa America 2024 Draw: ঘোষণা হল কোপা আমেরিকা ২০২৪-এর গ্রুপ বিন্যাস, সহজ গ্রুপে আর্জেন্টিনা, কঠিন লড়াই ব্রাজিলের

Last Updated:

Copa America 2024 Draw Announced: ইউরো ২০২৪-এর গ্রুপ বিন্যাস ঘোষণা করেছে উয়েফা। এবার কোপা আমেরিকা ২০২৪-এর গ্রুপ ঘোষণা করে দিল কনমেবল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়লেও কঠিন গ্রুপে রয়েছে ব্রাজিল।

ঘোষণা হল কোপা আমেরিকা ২০২৪-এর গ্রুপ বিন্যাস
ঘোষণা হল কোপা আমেরিকা ২০২৪-এর গ্রুপ বিন্যাস
কলকাতা: ২০২২ বিশ্বকাপের পর মাঝে এক বছরের অপেক্ষা। ২০২৪ সালে বিশ্বের দুই প্রান্তে বসতে চসেছে আন্তর্জাতিক ফুটবলের দুই সেরা প্রতিযোগিতা। দিন কয়েক আগেই ইউরো ২০২৪-এর গ্রুপ বিন্যাস ঘোষণা করেছে উয়েফা। এবার কোপা আমেরিকা ২০২৪-এর গ্রুপ ঘোষণা করে দিল কনমেবল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়লেও কঠিন গ্রুপে রয়েছে ব্রাজিল।
এবারের কোপা আমেরিকা হবে ১৬টি দেশ নিয়ে। ১০ টি দেশ দক্ষিণ আমেরিকার ফুটবল খেলীয় দেশগুলি। বাকি ৬টি দেশ আমন্ত্রিত। প্রতিযোগিতায় মোট ৩২টি ম্যাচ হবে। ২৫ দিনে শেষ হবে পুরো প্রতিযোগিতা। গ্রুপ বিন্যাসে ১৬ দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনাল।
advertisement
কোপা আমেরিকা ২০২৪-এর গ্রুপ বিন্যাস:
advertisement
গ্রুপ এ- আর্জেন্টিনা, পেরু, চিলি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো/কানাডা
গ্রুপ বি- মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জামাইকা
গ্রুপ সি- আমেরিকা, উরুগুয়ে, পানামা, বলিভিয়া
গ্রুপ ডি- ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা/হন্ডুরাস
advertisement
আর্জেন্টিনার গ্রুপে চিলি ছাড়া খুব একটা কঠিন দল নেই। ফলে পরের রাউন্ডে যেতে মেসিদের কোনও অসুবিধা হওয়ার কথা নয়। অপরদিকে, ব্রাজিলের গ্রুপে কলম্বিয়া, প্যারাগুয়ে কঠিন চ্যালেঞ্জ দিতে পারে। শুধু কোস্টারিকা বা হন্ডুরাস কিছুটা সজ। তবে পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে ব্রাজিলের সমস্যা হওয়ার কথা নয়।
advertisement
প্রসঙ্গত, এবার ১৪টি শহরে হবে কোপা আমেরিকার ম্যাচ। সেই শহরগুলি হল, লাস ভেগাস, আর্লিংটন, শার্লট, কানসাস সিটি (কানসাস), অরল্যান্ডো, কানসাস সিটি (মিসৌরি), মায়ামি, সান্টা ক্লারা, আটলান্টা, ইস্ট রুদারফোর্ড, হিউস্টন, অস্টিন, ইঙ্গলউড (ক্যালিফোর্নিয়া) ও গ্লেনডালে।প্রথম ম্যাচ হবে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। সেই ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। আর ফাইনাল হবে মেসির বর্তমান ক্লাব মায়ামির মাঠে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Copa America 2024 Draw: ঘোষণা হল কোপা আমেরিকা ২০২৪-এর গ্রুপ বিন্যাস, সহজ গ্রুপে আর্জেন্টিনা, কঠিন লড়াই ব্রাজিলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement