Lovlina Borgohain: অলিম্পিক্সে পদকজয়ী লভলিনার বিস্ফোরক ট্যুইটের পরেই আসরে অনুরাগ ঠাকুর, মিটল সমস্যা

Last Updated:

লভলিনার ওপরের মানসিক অত্যাচারের দায় পুরোপুরি অস্বীকার করেছে বক্সিং ফেডারেশন৷ তারা জানিয়ে দিয়েছে পুরো গণ্ডগোলের দায়িত্ব আইওএ-র৷

Boxing Federation of India has sent a letter to IOA to include Sandhya Gurung after  lovlina borgohain's allegation- Photo- File
Boxing Federation of India has sent a letter to IOA to include Sandhya Gurung after lovlina borgohain's allegation- Photo- File
#নয়াদিল্লি: সমস্যাটা অনেকটা মতি নন্দীর কোনি-র মতো৷ জাতীয় প্রতিযোগিতার সময় টিম ম্যানেজমেন্টের অংশ না হওয়ায় তাঁর মেন্টর ও প্রিয় কোচ ক্ষিত দাকে দলে রাখা হয়নি৷ এদিন লভলিনার বিস্ফোরক ট্যুইটের সমস্যার কারণটাও ছিল প্রিয় কোচকে গেমস ভিলেজে জায়গা না দেওয়ায় মানসিক ভাবে অস্থির হয়েছিল বক্সার৷  লভলিনা অলিম্পিক্সের পদকজয়ী বক্সার একদিন আগেই বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি কমনওয়েলেথর প্রস্তুতি-র সময় মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তিনি৷ তাঁর অভিযোগের পরেই অনুরাগ ঠাকুর আসরে নামেন৷ এরপরেই বিএফআই বা বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া জানান সন্ধ্যা গুরুংকে নিতে হবে আর এই মর্মে তারা আইওএকে চিঠি দিয়েছে৷
এদিকে লভলিনার ওপরের মানসিক অত্যাচারের দায় পুরোপুরি অস্বীকার করেছে বক্সিং ফেডারেশন৷ তারা জানিয়ে দিয়েছে পুরো গণ্ডগোলের দায়িত্ব আইওএ-র৷ অ্যাক্রেডিটেশনের জন্য তারা সব পদক্ষেপ নিয়েছে৷ ক্রীড়ামন্ত্রক আবেদন করেছে যাতে আইওএ যেন সন্ধ্যাকে গুরুংকে গেমস ভিলেজে ঢুকতে দেয়৷ এক -দুই দিনের মধ্যে এই বিষয়ে সরকারিভাবে পুরো কাজ শেষ হয়ে যাবে৷
advertisement
advertisement
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস স্বর্ণ এই বিষয়ে নজর খোলা রেখেছেন৷ আইও এ বিশেষ অনুরোধ করেছে যাতে এই সন্ধ্যা গুরুংকেও গেমস ভিলেজে বিশেষ অনুমতি সাপেক্ষে ঢুকতে দেওয়া হয়৷
ঘটনার শুরু সোমবার হঠাৎ করেই৷ টোকিও অলিম্পিক্সে ওয়াল্টারওয়েট বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন লভলিনা। তার পরে প্রায় ন’মাস প্রতিযোগিতার বাইরে ছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন। লভলিনার অভিযোগ অনুযায়ী, সেখানেও তাঁকে সমস্যায় পড়তে হয়েছিল। লভলিনার অভিযোগ, অলিম্পিক্সের পর অনেক কিছু বদলে গিয়েছে তাঁর। অনেক বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে, যে চাপ তিনি নিতে পারছেন না।
advertisement
কমনওয়েলথ গেমসের আগে তুমুল বিতর্ক তুলে দিলেন বক্সার লভলিনা বরগোহাঁই। কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুললেন অলিম্পিক্স পদকজয়ী। জানালেন, কোচ বদল নিয়ে গত কয়েক দিনে যা হয়েছে তাঁর সঙ্গে, তাতে প্রস্তুতি অনেকটাই ব্যাহত হয়েছে।
advertisement
অভিযোগ করেছেন, তাঁর এক কোচকে কমনওয়েলথ গেমসের ভিলেজে ঢুকতেই দেওয়া হয়নি। আর এক কোচকে সটান বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক অনুরোধ-উপরোধ করে এক কোচ অনুশীলনে থাকার অনুমতি পেলেও তত দিনে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। নেটমাধ্যমে লম্বা পোস্ট করে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন লভলিনা।
advertisement
লিখেছেন, আজ গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার সঙ্গে মানসিক অত্যাচার করা হয়েছে। যে কোচেরা আমাকে অলিম্পিক্সে পদক জিততে সাহায্য করেছেন, তাঁদের হঠাৎ সরিয়ে দেওয়া হয়েছে। এতে আমার অনুশীলনে ব্যাঘাত ঘটে প্রবল ভাবে। তার মধ্যে একজন কোচ হলেন দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত সন্ধ্যা গুরুংজি। দু’জনকেই অনেক অনুরোধের পরে অনুশীলনে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে অনেক দেরিতে।
advertisement
লভলিনা আরও লিখেছেন, অনুশীলনে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং তাতে মানসিক ভাবে ক্ষতি হয়েছে। এখন আমার কোচ সন্ধ্যা গুরুংজিকে কমনওয়েলথ ভিলেজে থাকতে দেওয়া হচ্ছে না। ঢোকার অনুমতিও নেই। গেমসের আগে আট দিন আমার অনুশীলন বন্ধ ছিল।
আমার দ্বিতীয় কোচকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক অনুরোধের পরেও মানসিক ভাবে অত্যাচারিত হতে হয়েছে। জানি না কী ভাবে গেমসে ফোকাস করব। রাজনীতির মুখের উপর জবাব দিতে পদক জিততে চাই।তার বাবা টিকেন অবশ্য মেয়েকে উপদেশ দিয়েছেন এসব ভুলে গিয়ে নিজের খেলার উপর মনোযোগ দিতে। সারাদেশ তার মেয়ের দিকে তাকিয়ে আছে।
বাংলা খবর/ খবর/খেলা/
Lovlina Borgohain: অলিম্পিক্সে পদকজয়ী লভলিনার বিস্ফোরক ট্যুইটের পরেই আসরে অনুরাগ ঠাকুর, মিটল সমস্যা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement