Weather Update Today: পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্যে ভারী বৃষ্টির অ্যালার্ট, রইল কলকাতার ওয়েদার আপডেট

Last Updated:
আইএমডি যে ওয়েদার অ্যালার্ট জারি করেছে তাতে পশ্চিমবঙ্গ সহ ছটি রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷
1/9
#কলকাতা: বৃষ্টি একেবারে পুরোপুরি জাঁকিয়ে বসেছে দেশের বিভিন্ন অংশে৷ ব্যতিক্রম নয় কলকাতা সহ পশ্চিমবঙ্গও৷ আইএমডি যে ওয়েদার অ্যালার্ট জারি করেছে তাতে পশ্চিমবঙ্গ সহ ছটি রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷  Photo- Representative 
#কলকাতা: বৃষ্টি একেবারে পুরোপুরি জাঁকিয়ে বসেছে দেশের বিভিন্ন অংশে৷ ব্যতিক্রম নয় কলকাতা সহ পশ্চিমবঙ্গও৷ আইএমডি যে ওয়েদার অ্যালার্ট জারি করেছে তাতে পশ্চিমবঙ্গ সহ ছটি রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷  Photo- Representative 
advertisement
2/9
কলকাতার ওয়েদার আপডেটে অ্যাকুওয়েদার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ি সারাদিনেই মেঘলা আকাশ ৷ দিনের বিভিন্ন সময়ে পশলা পশলা বৃষ্টি৷ কখনও সেটা হালকা, কখনও সেটা মাঝারি৷ বজ্রবিদ্যুৎ সহ হতে পারে এই বৃষ্টি৷ Photo Courtesy- Accuweather 
কলকাতার ওয়েদার আপডেটে অ্যাকুওয়েদার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ি সারাদিনেই মেঘলা আকাশ ৷ দিনের বিভিন্ন সময়ে পশলা পশলা বৃষ্টি৷ কখনও সেটা হালকা, কখনও সেটা মাঝারি৷ বজ্রবিদ্যুৎ সহ হতে পারে এই বৃষ্টি৷ Photo Courtesy- Accuweather 
advertisement
3/9
পাশাপাশি সপ্তাহান্ত থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে তাপমাত্রার দাবদাহ বেশ খানিকটা কমেছে৷ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ অন্যদিকে ফিললাইক তাপমাত্রাও ৪০ ডিগ্রি সেলসিয়াসের কোঠা থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে৷  Photo Courtesy- Accuweather 
পাশাপাশি সপ্তাহান্ত থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে তাপমাত্রার দাবদাহ বেশ খানিকটা কমেছে৷ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ অন্যদিকে ফিললাইক তাপমাত্রাও ৪০ ডিগ্রি সেলসিয়াসের কোঠা থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে৷  Photo Courtesy- Accuweather 
advertisement
4/9
শুধু কলকাতাই নয় গোটা জুলাই মাসে বৃষ্টির ঘাটতি থাকা দক্ষিণবঙ্গে অবশেষে বৃষ্টি শুরু হয়েছে৷ দিনের বিভিন্ন সময়ে আলাদা আলাদা ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা উজ্জ্বল৷ Photo- Representative 
শুধু কলকাতাই নয় গোটা জুলাই মাসে বৃষ্টির ঘাটতি থাকা দক্ষিণবঙ্গে অবশেষে বৃষ্টি শুরু হয়েছে৷ দিনের বিভিন্ন সময়ে আলাদা আলাদা ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা উজ্জ্বল৷ Photo- Representative 
advertisement
5/9
এছাড়া উত্তরবঙ্গেও বর্ষা একইভাবে জারি থাকবে৷ মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজবে জেলাগুলি৷ তাপমাত্রাও থাকবে আয়ত্তের মধ্যে৷ তবে আদ্রর্তা অত্যন্ত বেশি থাকবে গোটা বাংলায়৷ Photo- Representative 
এছাড়া উত্তরবঙ্গেও বর্ষা একইভাবে জারি থাকবে৷ মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজবে জেলাগুলি৷ তাপমাত্রাও থাকবে আয়ত্তের মধ্যে৷ তবে আদ্রর্তা অত্যন্ত বেশি থাকবে গোটা বাংলায়৷ Photo- Representative 
advertisement
6/9
এদিকে আইএমডি -র জারি করা ওয়েদার অ্যালার্ট অনুযায়ি ২৫ থেকে ২৯ জুলাই হিমালয়ের পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম. অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী থেকে হালকা বৃষ্টি হতে থাকবে৷ আইএমডির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি ২৫,২৮,২৯ জুলাই অসম , মেঘালয় এবং অরুণাচলপ্রদেশে প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ Photo- Representative 
এদিকে আইএমডি -র জারি করা ওয়েদার অ্যালার্ট অনুযায়ি ২৫ থেকে ২৯ জুলাই হিমালয়ের পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম. অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী থেকে হালকা বৃষ্টি হতে থাকবে৷ আইএমডির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি ২৫,২৮,২৯ জুলাই অসম , মেঘালয় এবং অরুণাচলপ্রদেশে প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ Photo- Representative 
advertisement
7/9
এছাডা়ও ২৫ জুলাই থেকে আগামী ৪ দিনে রাজস্থানে বৃষ্টির সম্ভবনা জারি৷  মৌসমবিভাগ অনুযায়ি মনসুন ট্রফ লাইন উত্তরের দিকে যাচ্ছে৷ এর জেরে উত্তরভাগে বৃষ্টির সম্ভবনা বাড়ছে৷ ২৪ থেকে ২৬ জুলাই অবধি গুজরাত, রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও৷ Photo- Representative 
এছাডা়ও ২৫ জুলাই থেকে আগামী ৪ দিনে রাজস্থানে বৃষ্টির সম্ভবনা জারি৷  মৌসমবিভাগ অনুযায়ি মনসুন ট্রফ লাইন উত্তরের দিকে যাচ্ছে৷ এর জেরে উত্তরভাগে বৃষ্টির সম্ভবনা বাড়ছে৷ ২৪ থেকে ২৬ জুলাই অবধি গুজরাত, রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও৷ Photo- Representative 
advertisement
8/9
এছাড়াও মহারাষ্ট্রের উত্তর কঙ্কনের আশেপাশে ২৭ ও ২৮ জুলাই বৃষ্টির পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷ পঞ্জাবে অনেক বৃষ্টি হবে৷ হরিয়ানার বিভিন্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷ Photo- Representative 
এছাড়াও মহারাষ্ট্রের উত্তর কঙ্কনের আশেপাশে ২৭ ও ২৮ জুলাই বৃষ্টির পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷ পঞ্জাবে অনেক বৃষ্টি হবে৷ হরিয়ানার বিভিন্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷ Photo- Representative 
advertisement
9/9
এছাড়াও দিল্লির বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা জারি থাকবে৷ হালকা থেকে ভারী বৃষ্টি হবে৷ তবে একটানা বৃষ্টির সম্ভবনা নেই৷ Photo- Representative 
এছাড়াও দিল্লির বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা জারি থাকবে৷ হালকা থেকে ভারী বৃষ্টি হবে৷ তবে একটানা বৃষ্টির সম্ভবনা নেই৷ Photo- Representative 
advertisement
advertisement
advertisement