এদিকে আইএমডি -র জারি করা ওয়েদার অ্যালার্ট অনুযায়ি ২৫ থেকে ২৯ জুলাই হিমালয়ের পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম. অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী থেকে হালকা বৃষ্টি হতে থাকবে৷ আইএমডির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি ২৫,২৮,২৯ জুলাই অসম , মেঘালয় এবং অরুণাচলপ্রদেশে প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ Photo- Representative
এছাডা়ও ২৫ জুলাই থেকে আগামী ৪ দিনে রাজস্থানে বৃষ্টির সম্ভবনা জারি৷ মৌসমবিভাগ অনুযায়ি মনসুন ট্রফ লাইন উত্তরের দিকে যাচ্ছে৷ এর জেরে উত্তরভাগে বৃষ্টির সম্ভবনা বাড়ছে৷ ২৪ থেকে ২৬ জুলাই অবধি গুজরাত, রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও৷ Photo- Representative