Achinta Sheuli: বার্মিংহ্যামে উঠল তেরঙ্গা, ‘জন গণ মন’ গাইছিলেন সোনা জয়ী অচিন্ত্য, দেখুন

Last Updated:

দেশকে গর্বিত করে দেওয়া সোনার মেডেল গলায় তিনি পোডিয়ামে দাঁড়িয়ে৷ বেজে উঠল সোনা জয়ী অ্যাথলিটের দেশের জাতীয় সঙ্গীত৷ বেজে উঠল ‘‘জন গণ মন অধিনায়ক জয় হে৷ ’’

 Achinta Sheuli singing national anthem at podium while flag hoisting - Photo Courtesy- Sony Ten 3 / Facebook Video Garb
Achinta Sheuli singing national anthem at podium while flag hoisting - Photo Courtesy- Sony Ten 3 / Facebook Video Garb
#বার্মিংহ্যাম : অনেক লড়াই, অনেক কষ্ট, অনেক স্বপ্ন , অনেক পরিশ্রম সবই তখন মনের গভীরে কি ফিরে আসছিল অচিন্ত্য শিউলির৷ তা এখনও জানা নেই তবে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে পদক জেতার পর নিজের অসম্ভব লড়াইয়ের কথা সাক্ষাৎকারে জানিয়েছেন৷ বার্মিংহ্যামে সোনা পাওয়ার পর অচিন্তত্যের গলায় পরিয়ে দেওয়া হল সোনার মেডেল৷ হাতে তুলে দেওয়া হল এবারের কমনওয়েলথ গেমসের ম্যাসকটের প্রতীক৷
তারপরেই সেই বহু প্রতিক্ষীত মুহূর্ত, হাজার হাজার ঘণ্টার অনুশীলনের ফসল দেশকে গর্বিত করে দেওয়া সোনার মেডেল গলায় তিনি পোডিয়ামে দাঁড়িয়ে৷ বেজে উঠল সোনা জয়ী অ্যাথলিটের দেশের জাতীয় সঙ্গীত৷ বেজে উঠল ‘‘জন গণ মন অধিনায়ক জয় হে৷ ’’
advertisement
আবেগের সুর অচিন্ত্যের গলাতেও৷ জাতীয় সঙ্গীত গাইতে গাইতে তিনি দেখছিলেন নিজের দেশের জাতীয় পতাকা৷ তেরঙা পতাকা উঠছিল ৷ যেকোনও অ্যাথলিট এই গর্বের মুহূর্তের জন্য আজীবন অপেক্ষায় থাকে৷ সেই স্বপ্নের মুহূর্ত ২০ বছরেই পেয়ে গেলেন অচিন্ত্য৷
advertisement
অচিন্ত্য হাওড়ার একটি গ্রাম থেকে উঠে আসা ছেলে৷ সেখানেই স্থানীয় জিমে যোগ দেন মাত্র ১২ বছর বয়সে৷ কিন্তু সেলাইয়ের কাজ তিনি ছাড়েননি৷ তাঁর দাদাও ভারোত্তলক ছিলেন৷ কিন্তু পরিবারের চাপে নিজের শখকে নিয়ে এগোতে পারেননি তিনি৷ অচিন্ত্যর দাদাও সেলাইয়ের কাজই করতেন৷
advertisement
কমনওয়েলথে সোনা পাওয়ার পর অচিন্ত্য জানিয়েছেন জীবনটা খুবই কঠিন৷ তিনি জিমে যোগ দেওয়ার পর কাজ করা খুবই কঠিন ছিল তার চেয়েও কঠিন ছিল তিনবেলা ঠিক করে খাওয়ার যোগাড় করা৷ বাবা বেঁচে থাকতে তাঁর মাকে কাজ করতে হত না, কিন্তু বাবা মারা যাওয়ার পর তাঁর মাকেও কাজ করতে শুরু করতে হয়৷
advertisement
অচিন্ত্যের দাদাও ওয়েটলিফটিং ট্রেনিং করতেন৷ অচিন্ত্যের এই খেলায় আসা অবশ্য হঠাৎ৷ একদিন পাড়ায় ঘুড়ি ওড়ানোর সময় সেই ঘুড়ি কেটে জিমের সামনে পড়ে তারপরেই সেখানে অনেকের সঙ্গে নিজের দাদুকেও দেখতে পান তিনি৷ এরপরেই ভারোত্তলনের সঙ্গে ভালবাসায় পড়ে যায় অচিন্ত্য ৷ তারই ফল কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনার পর এবার কমনওয়েলথ গেমসেও সোনা এনে দেশের পদক তালিকায় তৃতীয় সোনা যোগ করলেন বাংলার অচিন্ত্য৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Achinta Sheuli: বার্মিংহ্যামে উঠল তেরঙ্গা, ‘জন গণ মন’ গাইছিলেন সোনা জয়ী অচিন্ত্য, দেখুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement