Commonwealth Games 2022: ছিটে বেড়ার ঘর থেকে শুরু, ২০ বছরের বাঙালি অচিন্ত্য তুললেন ৩১৩ কেজি, দেখে নিন কোন পারফরম্যান্সে এল সোনার মেডেল, ভাইরাল ভিডিও

Last Updated:

মাইনর গেমে যখন সূদুর বার্মিংহ্যামে যখন ছিটে বেড়া বাড়ির থেকে উঠে আসা ছেলে নেমেছিলেন তখন অনেকেই গভীর ঘুমে ডুবেছিলেন৷ তাই ভাল করে খেতে না পাওয়া কিম্বা বাবার মৃতদেহ দাহ  করার অর্থ থাকা অচিন্ত্য শিউলিকে পারফর্ম করতে দেখতে পারেননি৷

Achinta Sheuli lifts massive 313 kgs watch video that seals gold medal for him- Photo - Collected From Facebook
Achinta Sheuli lifts massive 313 kgs watch video that seals gold medal for him- Photo - Collected From Facebook
#বার্মিংহ্যাম: ঘড়ির কাঁটায় সময়েক ব্যবধান কয়েক ঘণ্টা বা একটা রাতের৷ জীবনটা একেবারে অন্য জায়গায় চলে গেল অচিন্ত্য শিউলির৷ ক্রিকেট পাগল ভারতে চার বছরে একবার অলিম্পিক্স ও কমনওয়েলথ গেমসে পদকপেলে তখন নজর দেয় বক্সিং, ওয়েট লিফটিং -র মতো খেলাগুলিতে নজর আসে৷ তাই মাইনর গেমে যখন সূদুর বার্মিংহ্যামে যখন ছিটে বেড়া বাড়ির থেকে উঠে আসা ছেলে নেমেছিলেন তখন অনেকেই গভীর ঘুমে ডুবেছিলেন৷ তাই ভাল করে খেতে না পাওয়া কিম্বা বাবার মৃতদেহ দাহ  করার অর্থ থাকা অচিন্ত্য শিউলিকে পারফর্ম করতে দেখতে পারেননি৷
কিন্তু সকাল হয়ে ঘুম ভাঙতেই জোর চাঞ্চল্য৷ ২০ বছরের বাঙালি যুবা ৩১৩ কেজি ওজন তুলেছে তা দেখার জন্য খোঁজ শুরু হয়ে যায়৷ অচিন্ত্য শিউলির ভাইরাল ভিডিও দেখেছেন কি৷
দেখে নিন কীভাবে ৩১৩ কেজি তুলে ৭৩ কেজি ভারোত্তলন বিভাগে সোনা জিতলেন সোনার ছেলে অচিন্ত্য৷
advertisement
advertisement
কমনওয়েলথ গেমসে দেশের তৃতীয় সোনা এল বাংলার হাত ধরে৷ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ২০২২ এ অচিন্ত্য শিউলি ৭৩ কেজি বিভাগে সোনা জিতলেন৷ ২০ বছরের ভারোত্তলক এদিন মোট ৩১৩ কেজি ওজন তোলেন৷ স্ন্যাচ ইভেন্টে ভারতীয় ওয়েট লিফটার শিউলি প্রথম টার্গেটে ১৩৭ কেজি তোলেন৷ তিনি খুব সহজেই প্রথম অ্যাটেম্পটে এই ওজন ওঠান৷ দ্বিতীয় চেষ্টায় তিনি ১৪০ কেজি তোলেন৷ আর তৃতীয় টার্গেটে ১৪৩ কেজি তোলেন৷
advertisement
তারপর ক্লিন ও জার্কে প্রথম চেষ্টায় ১৬৬  কেজি তোলেন৷ দ্বিতীয় চেষ্টায় তাঁর টার্গেট ছিল ১৭০কেজি৷  কিন্তু তিনি তুলতে পারেননি৷ তবে তিনি চেষ্টা ছাড়েননি৷ তৃতীয়বারেও তিনি ১৭০ কেজিই ট্রাই করেন৷ স্ন্যাচে ১৪৩ কেজি তোলার পর তিনি সাফল্য পান৷ তিনি সোনা জিতলেন ক্লিন অ্যান্ড জার্কে ১৭০ কেজি এবং মোট ৩১৩ কেজি ওজন তুলে৷
advertisement
advertisement
অচিন্ত্য একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার  থেকে অনেক লড়াই করে উঠে এসেছেন৷ তাঁর বাবা রিক্সা চালাতেন৷ তাঁর রোজগারে পরিবার চালানো সম্ভব ছিল না বলে পরিবারের বাকি সদস্যদেরও প্রচুর পরিশ্রম করতে হত৷ তাঁরা শাড়িতে এমব্রয়ডারি , লেস বসানোর কাজ করতেন৷ অচিন্ত্যর বয়স যখন মাত্র ৮ তখন তাঁর বাবা মারা যান৷ অচিন্ত্যদের হাস -মুরগি থাকলেও তাও একটা সময় নষ্ট হয়ে যায়৷ অচিন্ত্যও ছোটবেলাতেই সেলাইয়ের কাজ শিখে যান৷
advertisement

অচিন্ত্য হাওড়ার একটি গ্রাম থেকে উঠে আসা ছেলে৷ সেখানেই স্থানীয় জিমে যোগ দেন মাত্র ১২ বছর বয়সে৷ কিন্তু সেলাইয়ের কাজ তিনি ছাড়েননি৷ তাঁর দাদাও ভারোত্তলক ছিলেন৷ কিন্তু পরিবারের চাপে নিজের শখকে নিয়ে এগোতে পারেননি তিনি৷ অচিন্ত্যর দাদাও সেলাইয়ের কাজই করতেন৷
advertisement
কমনওয়েলথে সোনা পাওয়ার পর অচিন্ত্য জানিয়েছেন জীবনটা খুবই কঠিন৷ তিনি জিমে যোগ দেওয়ার পর কাজ করা খুবই কঠিন ছিল তার চেয়েও কঠিন ছিল তিনবেলা ঠিক করে খাওয়ার যোগাড় করা৷ বাবা বেঁচে থাকতে তাঁর মাকে কাজ করতে হত না, কিন্তু বাবা মারা যাওয়ার পর তাঁর মাকেও কাজ করতে শুরু করতে হয়৷
অচিন্ত্যের দাদাও ওয়েটলিফটিং ট্রেনিং করতেন৷ অচিন্ত্যের এই খেলায় আসা অবশ্য হঠাৎ৷ একদিন পাড়ায় ঘুড়ি ওড়ানোর সময় সেই ঘুড়ি কেটে জিমের সামনে পড়ে তারপরেই সেখানে অনেকের সঙ্গে নিজের দাদুকেও দেখতে পান তিনি৷ এরপরেই ভারোত্তলনের সঙ্গে ভালবাসায় পড়ে যায় অচিন্ত্য ৷ তারই ফল কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনার পর এবার কমনওয়েলথ গেমসেও সোনা এনে দেশের পদক তালিকায় তৃতীয় সোনা যোগ করলেন বাংলার অচিন্ত্য৷
বাংলা খবর/ খবর/খেলা/
Commonwealth Games 2022: ছিটে বেড়ার ঘর থেকে শুরু, ২০ বছরের বাঙালি অচিন্ত্য তুললেন ৩১৩ কেজি, দেখে নিন কোন পারফরম্যান্সে এল সোনার মেডেল, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement