#বার্মিংহ্যাম: স্মৃতি মন্ধানা -র (Smriti Mandhana) নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেটাররা কমনওয়েলথ গেমসে জোরদার পারফর্ম করল পাকিস্তানের বিরুদ্ধে৷ দল নিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে৷ পাকিস্তান প্রথমে ব্যাট করে ৯৯ রান করে৷ ভারতীয় দল এই লক্ষ্য মাত্র ১১.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়৷ (AP)
মন্ধানা নিজের টি টোয়েন্টি ইন্টারন্যাশানাল কেরিয়ারের ১৫ তম অর্ধশতরান করলেন৷ ৪২ বলে ৬৩ রান করে নটআউট ছিলেন৷ ১৫০ স্ট্রাইকরেটে তিনি এই রান করেছিলেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৮ টি চার, ৩ টি ছক্কা মারেন৷ তিনি ৫০ রান শুধু বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে ৫০ রান করেন৷ শেফালির ভর্মার সঙ্গে জুটি বেঁধে ৬১ রান করেন তিনি৷ (AP)