Commonwealth Games 2022: কোহলি -রোহিতদের ক্লাবে ঢুকে পড়লেন স্মৃতি মন্ধানা

Last Updated:
স্মৃতি মন্ধানা -র (Smriti Mandhana) নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেটাররা কমনওয়েলথ গেমসে জোরদার পারফর্ম করল পাকিস্তানের বিরুদ্ধে৷
1/5
#বার্মিংহ্যাম: স্মৃতি মন্ধানা -র (Smriti Mandhana) নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেটাররা কমনওয়েলথ গেমসে জোরদার পারফর্ম করল পাকিস্তানের বিরুদ্ধে৷ দল নিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে৷ পাকিস্তান প্রথমে ব্যাট করে ৯৯ রান করে৷ ভারতীয় দল এই লক্ষ্য মাত্র ১১.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়৷  (AP)
#বার্মিংহ্যাম: স্মৃতি মন্ধানা -র (Smriti Mandhana) নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেটাররা কমনওয়েলথ গেমসে জোরদার পারফর্ম করল পাকিস্তানের বিরুদ্ধে৷ দল নিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে৷ পাকিস্তান প্রথমে ব্যাট করে ৯৯ রান করে৷ ভারতীয় দল এই লক্ষ্য মাত্র ১১.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়৷  (AP)
advertisement
2/5
মন্ধানা  নিজের টি টোয়েন্টি ইন্টারন্যাশানাল কেরিয়ারের ১৫ তম অর্ধশতরান করলেন৷  ৪২ বলে ৬৩ রান করে নটআউট ছিলেন৷ ১৫০ স্ট্রাইকরেটে তিনি এই রান করেছিলেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৮ টি চার, ৩ টি ছক্কা মারেন৷ তিনি ৫০ রান শুধু বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে ৫০ রান করেন৷ শেফালির ভর্মার সঙ্গে জুটি বেঁধে ৬১ রান করেন তিনি৷  (AP)
মন্ধানা  নিজের টি টোয়েন্টি ইন্টারন্যাশানাল কেরিয়ারের ১৫ তম অর্ধশতরান করলেন৷  ৪২ বলে ৬৩ রান করে নটআউট ছিলেন৷ ১৫০ স্ট্রাইকরেটে তিনি এই রান করেছিলেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৮ টি চার, ৩ টি ছক্কা মারেন৷ তিনি ৫০ রান শুধু বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে ৫০ রান করেন৷ শেফালির ভর্মার সঙ্গে জুটি বেঁধে ৬১ রান করেন তিনি৷  (AP)
advertisement
3/5
২৬ বছরের স্মৃতি মন্ধানা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আরও এক নজির গড়ে ফেললেন৷ তিনি টি টোয়েন্টি আন্তর্জাতিকে ১০০০ রান করেন৷  তিনি এরকম করা প্রথম ভারতীয় ক্রিকেটার৷ তিনি ৪০ ইনিংসে ৩২ গড়ে ১০৫৯ রান করেন৷ ৯ টি অর্ধশতরান করেন৷ স্ট্রাইকরেট ১২১৷  (AP)
২৬ বছরের স্মৃতি মন্ধানা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আরও এক নজির গড়ে ফেললেন৷ তিনি টি টোয়েন্টি আন্তর্জাতিকে ১০০০ রান করেন৷  তিনি এরকম করা প্রথম ভারতীয় ক্রিকেটার৷ তিনি ৪০ ইনিংসে ৩২ গড়ে ১০৫৯ রান করেন৷ ৯ টি অর্ধশতরান করেন৷ স্ট্রাইকরেট ১২১৷  (AP)
advertisement
4/5
পুরুষ ক্রিকেটারের কথা উঠলে বলার বিষয় বিরাট কোহলি এবং রোহিত শর্মা লক্ষ্য পিছু করে ১০০০-র বেশি রান করে ফেলল৷ মন্ধানা এবং কোহলি -র ক্লাবে সামিল হলেন স্মৃতিও৷ কোহলি ৪০ ইনিংসে ১৭৮৯, রোহ ৫৭ ইনিংসে ১৩৭৫ রান করেন৷  (AP)
পুরুষ ক্রিকেটারের কথা উঠলে বলার বিষয় বিরাট কোহলি এবং রোহিত শর্মা লক্ষ্য পিছু করে ১০০০-র বেশি রান করে ফেলল৷ মন্ধানা এবং কোহলি -র ক্লাবে সামিল হলেন স্মৃতিও৷ কোহলি ৪০ ইনিংসে ১৭৮৯, রোহ ৫৭ ইনিংসে ১৩৭৫ রান করেন৷  (AP)
advertisement
5/5
টি টোয়েন্টি আন্তর্জাতিকে অধিনায়ক হরমনপ্রীত কউর ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী৷ ততিনি ১২৬ ম্যাচে ১১৩ ইনিংসে ২৪৬৩ রান করেছন৷ একটি শতরান এবং ৭ টি অর্ধশতরান করেছেন৷ প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ ৮৯ ম্যাচে ৮৪ ইনিংসে ২৩৬৪ রান করেছেন৷ তাঁরা অর্ধশতরান ১৭ টি৷ (Instagram)
টি টোয়েন্টি আন্তর্জাতিকে অধিনায়ক হরমনপ্রীত কউর ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী৷ ততিনি ১২৬ ম্যাচে ১১৩ ইনিংসে ২৪৬৩ রান করেছন৷ একটি শতরান এবং ৭ টি অর্ধশতরান করেছেন৷ প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ ৮৯ ম্যাচে ৮৪ ইনিংসে ২৩৬৪ রান করেছেন৷ তাঁরা অর্ধশতরান ১৭ টি৷ (Instagram)
advertisement
advertisement
advertisement