Commonwealth Games Gold Medal: শৈশবে বাবাকে হারিয়ে কঠিন লড়াই, ভারোত্তলনে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য শিউলি

Last Updated:

কমনওয়েলথে সোনা পাওয়ার পর অচিন্ত্য জানিয়েছেন জীবনটা খুবই কঠিন৷ তিনি জিমে যোগ দেওয়ার পর কাজ করা খুবই কঠিন ছিল তার চেয়েও কঠিন ছিল তিনবেলা ঠিক করে খাওয়ার যোগাড় করা৷

Achinta Sheuli from Bengal wins Gold medal
Achinta Sheuli from Bengal wins Gold medal
#বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসে দেশের তৃতীয় সোনা এল বাংলার হাত ধরে৷ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ২০২২ এ অচিন্ত্য শিউলি ৭৩ কেজি বিভাগে সোনা জিতলেন৷ ২০ বছরের ভারোত্তলক এদিন মোট ৩১৩ কেজি ওজন তোলেন৷ স্ন্যাচ ইভেন্টে ভারতীয় ওয়েট লিফটার শিউলি প্রথম টার্গেটে ১৩৭ কেজি তোলেন৷ তিনি খুব সহজেই প্রথম অ্যাটেম্পটে এই ওজন ওঠান৷ দ্বিতীয় চেষ্টায় তিনি ১৪০ কেজি তোলেন৷ আর তৃতীয় টার্গেটে ১৪৩ কেজি তোলেন৷
তারপর ক্লিন ও জার্কে প্রথম চেষ্টায় ১৬৬  কেজি তোলেন৷ দ্বিতীয় চেষ্টায় তাঁর টার্গেট ছিল ১৭০কেজি৷  কিন্তু তিনি তুলতে পারেননি৷ তবে তিনি চেষ্টা ছাড়েননি৷ তৃতীয়বারেও তিনি ১৭০ কেজিই ট্রাই করেন৷ স্ন্যাচে ১৪৩ কেজি তোলার পর তিনি সাফল্য পান৷ তিনি সোনা জিতলেন ক্লিন অ্যান্ড জার্কে ১৭০ কেজি এবং মোট ৩১৩ কেজি ওজন তুলে৷
advertisement
advertisement
advertisement
অচিন্ত্য একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার  থেকে অনেক লড়াই করে উঠে এসেছেন৷ তাঁর বাবা রিক্সা চালাতেন৷ তাঁর রোজগারে পরিবার চালানো সম্ভব ছিল না বলে পরিবারের বাকি সদস্যদেরও প্রচুর পরিশ্রম করতে হত৷ তাঁরা শাড়িতে এমব্রয়ডারি , লেস বসানোর কাজ করতেন৷ অচিন্ত্যর বয়স যখন মাত্র ৮ তখন তাঁর বাবা মারা যান৷ অচিন্ত্যদের হাস -মুরগি থাকলেও তাও একটা সময় নষ্ট হয়ে যায়৷ অচিন্ত্যও ছোটবেলাতেই সেলাইয়ের কাজ শিখে যান৷
advertisement

অচিন্ত্য হাওড়ার একটি গ্রাম থেকে উঠে আসা ছেলে৷ সেখানেই স্থানীয় জিমে যোগ দেন মাত্র ১২ বছর বয়সে৷ কিন্তু সেলাইয়ের কাজ তিনি ছাড়েননি৷ তাঁর দাদাও ভারোত্তলক ছিলেন৷ কিন্তু পরিবারের চাপে নিজের শখকে নিয়ে এগোতে পারেননি তিনি৷ অচিন্ত্যর দাদাও সেলাইয়ের কাজই করতেন৷
advertisement
কমনওয়েলথে সোনা পাওয়ার পর অচিন্ত্য জানিয়েছেন জীবনটা খুবই কঠিন৷ তিনি জিমে যোগ দেওয়ার পর কাজ করা খুবই কঠিন ছিল তার চেয়েও কঠিন ছিল তিনবেলা ঠিক করে খাওয়ার যোগাড় করা৷ বাবা বেঁচে থাকতে তাঁর মাকে কাজ করতে হত না, কিন্তু বাবা মারা যাওয়ার পর তাঁর মাকেও কাজ করতে শুরু করতে হয়৷
advertisement
অচিন্ত্যের দাদুও ওয়েটলিফটিং ট্রেনিং করতেন৷ অচিন্ত্যের এই খেলায় আসা অবশ্য হঠাৎ৷ একদিন পাড়ায় ঘুড়ি ওড়ানোর সময় সেই ঘুড়ি কেটে জিমের সামনে পড়ে তারপরেই সেখানে অনেকের সঙ্গে নিজের দাদুকেও দেখতে পান তিনি৷ এরপরেই ভারোত্তলনের সঙ্গে ভালবাসায় পড়ে যায় অচিন্ত্য ৷ তারই ফল কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনার পর এবার কমনওয়েলথ গেমসেও সোনা এনে দেশের পদক তালিকায় তৃতীয় সোনা যোগ করলেন বাংলার অচিন্ত্য৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Commonwealth Games Gold Medal: শৈশবে বাবাকে হারিয়ে কঠিন লড়াই, ভারোত্তলনে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য শিউলি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement