Mamata Banerjee: ভারতীয় কুস্তি সংস্থার নির্বাসনে হতবাক মমতা বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ করলেন কেন্দ্রের সরকারকে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: নির্ধারিত সময়ে নির্বাচন করতে না পারায় ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করেছে বিশ্ব কুস্তি সংস্থা। এই ঘটনায় হতবাক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করলেন বিজেপি সরকারকেও।
কলকাতা: নির্ধারিত সময়ে নির্বাচন করতে না পারায় ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করেছে বিশ্ব কুস্তি সংস্থা। এই সিদ্ধান্তের ফলে অলিম্পিক বা বিশ্ব চ্যাম্পিয়নশিপের মত কোন প্রতিযোগিতায় ভারতীয় কুস্তিগীরেরা অংশ নিতে পারবে না। আর অংশ নিতে হলে দেশের পতাকা ছাড়া নামতে হবে ভারতীয় কুস্তিগীরদের। এই ঘটনায় হতবাক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী।
ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,”ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ভারতের রেসলিং ফেডারেশনকে নির্বাসিত করেছে জেনে আমি হতবাক। গোটা দেশের জন্য এটা একটা চরম বিব্রতকর ব্যাপার। কেন্দ্রীয় সরকার লজ্জাজনকভাবে অহংকারী হয়ে আমাদের কুস্তিগীর বোনদের দুর্দশার কারণ হয়েছে। এবার নির্বাসিত হয়ে আমাদের কুস্তিগীরদের হতাশ করেছে। কেন্দ্র এবং বিজেপি আমাদের অদম্য বোনদেরকে অশ্লীলতা এবং পুরুষতান্ত্রিকতা দিয়ে হয়রানি করে চলেছে। ভারতের উচিত তাদের বিরুদ্ধে দাঁড়ানো এবং তাদের শাস্তি দেওয়া যাদের কোনও নৈতিকতা নেই। এছাড়া যারা জাতির লড়াকু মেয়েদের মর্যাদার জন্য দাঁড়াতে পারে না। হিসেব-নিকাশের দিন খুব বেশি দূরে নয়।”
advertisement
I am shocked to learn that The United World Wrestling (UWW) has suspended the Wrestling Federation of India. It is a matter of grave embarrassment for the whole nation. Central government has let down our wrestlers by being shamefully arrogant and by being cavalier & dismissive…
— Mamata Banerjee (@MamataOfficial) August 24, 2023
advertisement
advertisement
প্রসঙ্গত, কুস্তিগীরদের শারীরিক হেনস্থায় প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরন সিংহ নাম জড়ানোর পরই ভেঙে দেওয়া হয়েছিল ভারতীয় কুস্তি সংস্থাকে। গত ২৭ এপ্রিল ভারতীয় অলিন্পিক সংস্থা নির্বাচন সংগঠনের জন্য ও অন্তবর্তীকালীন দায়িত্ব সামলানোর জন্য অ্যাডহক কমিটি গড়ে দেওয়া হয়েছিল। ৪৫ দিন সময়সীমা বেধে দেওয়া হয়েছিল নির্বাতন সংগঠিত করে নতুন বোর্ড তৈরির জন্য।
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: পৃথিবীর সবথেকে বড় নদী কোনটি? গঙ্গা-যমুনা-ব্রহ্মপুত্র নয়, তাহলে বলনু তো কী
ভারতীয় কুস্তি সংস্থার এই ডামাডোল ও আভ্যন্তরীন বিবাদে চুপ করে থাকেনি বিশ্ব কুস্তি সংস্থাও। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন না করতে পারলে ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করার হুশিয়ারীও দিয়েছিল বিশ্ব কুস্তি সংস্থা। আইবি বেড়াজলে একাধিকবার নির্বাচনের দিন ঘোষণা করেও তা সম্ভব হয়নি। তাই শেষ পর্যন্ত বুধবার রাতে অ্যাড-হক প্যানেলকে নির্বাসনের বিষয়ে জানিয়ে দেওয়া হয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2023 3:09 PM IST