সিনেবাপ-এর আবার 'টার্গেট' সৌরভ! এবার আরও চাচাছোলা আক্রমণ, ভিডিও ঘিরে হইচই

Last Updated:

Cinebap vs Sourav Ganguly- সিনেবাপ-এর বিরুদ্ধে মেইল করে সৌরভ অভিযোগ জানান সাইবার ক্রাইমে। অশ্লীল ভাষা প্রয়োগ, সম্মানহানি করার চেষ্টার মতো অভিযোগ আনা হয়। তবে তাতেও থামানো যাচ্ছে না সিনেবাপ চ্যানেলের মৃন্ময় দাসকে।

কলকাতা: আরজি কর কাণ্ডে গোটা বাংলা উত্তাল। এই নক্কারজনক ঘটনার প্রভাব পড়েছে গোটা দেশে। এরই মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন কিছু মানুষ। সৌরভ জানিয়েছিলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তার পরও সেই বিতর্ক থামতে দিচ্ছেন না কয়েকজন! এবার সৌরভকে প্রকাশ্যে কুরুচিকর আক্রমণ করলেন ইউটিউবার মৃন্ময় দাস।
পুলিশের দ্বারস্থ সৌরভ। ইউটিউবার সিনেবাপ-এর বিরুদ্ধে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি মৃত্যুর আগে কেন বায়োপিক হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলা হয় ওই চ্যানেলে। এই ব্যাপারে প্রতিবাদ প্রয়োজন বলেই পুলিশের দ্বারস্থ সৌরভ।
আরও পড়ুন- দ্বিতীয় টেস্টে চ্যালেঞ্জ আরও কমবে টিম ইন্ডিয়ার? বাংলাদেশ শিবিরে বাড়ল উদ্বেগ
সিনেবাপ-এর বিরুদ্ধে মেইল করে সৌরভ অভিযোগ জানান সাইবার ক্রাইমে। অশ্লীল ভাষা প্রয়োগ, সম্মানহানি করার চেষ্টার মতো অভিযোগ আনা হয়। তবে তাতেও থামানো যাচ্ছে না সিনেবাপ চ্যানেলের মৃন্ময় দাসকে। আরেকটা রোস্টিং ভিডিয়ো বানিয়ে সৌরভের অভিযোগের জবাব দিলেন তিনি।
advertisement
advertisement
‘সৌঠভ রঙ্গোলি’ নাম নিয়ে তিনি এবার রোস্টি ভিডিও বানিয়েছেন। ৮ মিনিটের ভিডিয়োজুড়ে শুধুই রোস্ট। এমনকী ভিডিওর শেষে তিনি দেবকেও ব্যঙ্গ করতে ছাড়েননি।
আরও পড়ুন- ৩৬ বছরেও কথা রাখেননি! সুনীল গাভাসকরের জমি পেলেন অজিঙ্কা রাহানে
মৃন্ময়কে বলতে শোনা যায়, কয়েকটা ছেলের টোন টিটকিরিতে ভাবমূর্তি নষ্ট হলে বুঝতে হবে মূর্তির মেটিরিয়াল এমনিতেই নষ্ট হয়ে গিয়েছে। মামলা করে নিজেকে হাসির পাত্র বানিও না। ধর্ষকরা বুক ফুলিয়ে ঘুরছে, কয়েকটা ছেলে টোন টিটকিরি করে কয়েকটা অপ্রিয় সত্যি কথা বলছে বলে তাদের কথাকে গলা টিপে হত্যা করে, জেলে ঢুকিয়ে দেবে! হাস্যকর। এলাকায় নিজের মূর্তি স্থাপন করতে হলে, এলাকার জন্য কিছু করতে হয়।
advertisement
সেই ভিডিওতে অরিজিৎ সিংয়ের প্রশংসাও রয়েছে। বাংলায় থাকা একমাত্র লিভিং লেজেন্ড হিসেবে অরিজিত সিংয়ের নাম নেওয়া হয়েছে।
বাংলা খবর/ খবর/খেলা/
সিনেবাপ-এর আবার 'টার্গেট' সৌরভ! এবার আরও চাচাছোলা আক্রমণ, ভিডিও ঘিরে হইচই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement