Ajinkya Rahane: ৩৬ বছরেও কথা রাখেননি! সুনীল গাভাসকরের জমি পেলেন অজিঙ্কা রাহানে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Ajinkya Rahane: সাড়ে তিন দশকেও কথা রাখতে পারেননি ভারতের কিংবদন্তী ব্যাটার সুনীল গাভাসকর। এবার সুনীল গাভাসকরের জমি পেয়ে গেলেন অপর এক ভারতীয় ক্রিকেটার অজিঙ্কে রাহানে।
মুম্বই: সাড়ে তিন দশকেও কথা রাখতে পারেননি ভারতের কিংবদন্তী ব্যাটার সুনীল গাভাসকর। ক্রিকেট অ্যাকাডেমির জন্য সরকারের কাছ থেকে জমি নিয়ে ৩৬ বছরেও তা করতে পারেননি। এবার সেই জমি ফেরত নিয়ে তা দেওয়া হল অপর এক ভারতীয় ক্রিকেটার অজিঙ্কে রাহানেকে।
মহারাষ্ট্র সরকারের কাছে ক্রিকেট অ্যাকাডেমি গড়ার জন্য জমি চেয়েছিলেন সানি। মুম্বইয়ের বান্দ্রা এলাকায় ২০০০ বর্গমিটার জমি সুনীল গাভাসকরকে ৩৬ বছর আগে দিয়েছিল প্রশাসন। সেখানে ইন্ডোর ক্রিকেট অ্যাকাডেমি গড়ার কথা ছিল। কিন্তু এতদিনে তা না হওয়ায় এবার সিদ্ধান্ত বদল করল মহারাষ্ট্র সরকার।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এত বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল জমিটি। এমনকী বেশ কিছু জমি জবরদখলও হয়ে গিয়েছে। সুনীল গাভাসকরকে এই বিষয়টি জানানো হয় ও জমি ফেরত চাওয়া হয় প্রশাসনের তরফে। সেই মত ২০২২ সালে জমি ফেরত দেয় প্রাক্তন ভারতীয় কিংবদন্তী ব্যাটার।
advertisement
advertisement
এবার গাভাসকরকে দেওয়া সেই জমি অজিঙ্কা রাহানে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। তবে তার আগে কিছু কাজ রয়েছে। দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারের চেষ্টা করবে প্রশাসন। তারপর পুরো জমিটিই ক্রিকেট অ্যাকাডেমি করার জন্য তুলে দেওয়া হবে অজিঙ্কা রাহানেকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2024 12:43 PM IST