অনেকটা পিছিয়ে এমবাপে! আর্জেন্টিনার আলভারেজকেই দুনিয়ার সেরা স্ট্রাইকার বলছেন চিলির কিংবদন্তি

Last Updated:

Zamorano ranks Julian Alvarez as the most complete striker in world football now. অনেকটা পিছিয়ে এমবাপে! আর্জেন্টিনার আলভারেজকেই দুনিয়ার সেরা স্ট্রাইকার বলছেন চিলির কিংবদন্তি

আলভারেজকে বিরাট সার্টিফিকেট চিলির বিখ্যাত স্ট্রাইকারের
আলভারেজকে বিরাট সার্টিফিকেট চিলির বিখ্যাত স্ট্রাইকারের
#রোজারিও: নিজের সেরা সময় অনেকে তার সঙ্গে ব্রাজিলের রোনাল্ডোর তুলনা করতেন। বয়সে রোনালদোর থেকে বড় হলেও ইভান জামোরানো চিলির ইতিহাসে অন্যতম সেরা স্ট্রাইকার। সেই জামোরানোর মুখে এবার প্রশংসা আর্জেন্টাইন তরুণ স্ট্রাইকার জুলিয়ান আলভারেজের। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে ৭ গোল করে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লিওনেল মেসি।
গোলসংখ্যায় মেসির পরই অবস্থান হুলিয়ান আলভারেজের। সেমিফাইনালে দুই গোলসহ মোট ৪টি গোল করেছেন তিনি। এর মধ্যে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আলভারেজের দ্বিতীয় গোলটা অনেকদিন মনে থাকবে ফুটবলপ্রেমীদের। সেই তরুণকে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের চেয়েও এগিয়ে রাখছেন চিলির প্রাক্তন ফরোয়ার্ড ইভান জামোরানো।
আরও পড়ুন - `অসহায় প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর জন্যই শাস্তি পেয়েছে রোনাল্ডো' দাবি তুরস্কের প্রেসিডেন্টের
আর্জেন্টিনার পত্রিকা ওলেকে দেওয়া সাক্ষাৎকারে জামোরানো বলেন, সনাতন ঘরানার একজন সেন্টার ফরোয়ার্ড হিসেবে বলছি, এই সময়ের স্ট্রাইকারদের মধ্যে হুলিয়ান আলভারেজই এগিয়ে। সব জায়গাতেই ভালো খেলতে পারে সে। উইংয়ে খুবই ভাল খেলছে। নিজেদের অর্ধেও ভাল, বলা যায় প্রথম ডিফেন্ডার। বাকিদের সঙ্গে একত্র হয়ে খেলতে পারে, বুদ্ধির ব্যবহারও ভালো জানে সে।
advertisement
advertisement
advertisement
ডান কিংবা বাঁ - দুই পায়েই সমান পারদর্শী। স্বল্প কিংবা দীর্ঘ - উভয় দূরত্বে খেলার মতো শারীরিক সক্ষমতাও আছে তাঁর। এই সব কিছুই ক্রোয়েশিয়ার বিপক্ষে তার একক প্রচেষ্টায় করা গোলে দেখেছি আমরা। ফরাসি তারকা এমবাপ্পে ও নরওয়ের তারকা হালান্ডের প্রসঙ্গে জামোরানো বলেন, হালান্ড উইংয়ে ভালো খেলে না।
আর এমবাপ্পেকে আমরা ‘নাম্বার নাইন’ হিসেবে খুব একটা সক্রিয় দেখি না। আলভারেজ সবই করে। বিশেষ করে আলভারেজ প্রয়োজনে দলের ডিফেন্সকে সাহায্য করে। তাছাড়া পেপ গার্দিওলার মতো কোচের হাতে রয়েছে ম্যানচেস্টার সিটি ক্লাবে। তাই টেকনিক্যালি অনেক উন্নত আর্জেন্টিনার এই স্ট্রাইকার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অনেকটা পিছিয়ে এমবাপে! আর্জেন্টিনার আলভারেজকেই দুনিয়ার সেরা স্ট্রাইকার বলছেন চিলির কিংবদন্তি
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement