`অসহায় প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর জন্যই শাস্তি পেয়েছে রোনাল্ডো' দাবি তুরস্কের প্রেসিডেন্টের
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Turkish president Erdogan believes Cristiano Ronaldo humiliated because of being supporter of Palestine. প্যালেস্টাইনের সমর্থক হওয়ায় নাকি মূল্য দিয়েছেন রোনাল্ডো! অদ্ভুত দাবি তুরস্কের প্রেসিডেন্টের
#ইস্তানবুল: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভালোবাসার মানুষের তালিকায় যেমন সাধারণ সমর্থকরা রয়েছেন, তেমনই রয়েছেন একাধিক রাষ্ট্রপ্রধান। তার মধ্যে অন্যতম তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। কাতার বিশ্বকাপে তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের মূল একাদশে সুযোগ না পাওয়ার বিতর্কে এবার ঘি ঢাললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তার দাবি, প্যালেস্টাইনের সমর্থক হওয়ার কারণেই রাজনৈতিক নিষেধাজ্ঞার শিকার হয়েছেন রোনাল্ডো। খবর আল-জাজিরার। বিশ্বকাপের দ্বিতীয়পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রাক্তন ম্যান ইউ ও রিয়েল মাদ্রিদ তারকাকে প্রথমে বসিয়ে রেখেছিলেন পর্তুগিজ কোচ। পরে বদলি খেলোয়াড় হিসেবে নামার সুযোগ পান তিনি।
এরপর কোয়ার্টার ফাইনালের মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও রোনালদোকে মাঠে নামানো হয় দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে। ওই ম্যাচে মরক্কোর কাছে ০-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। ৩৭ বছর বয়সী রোনালদোর জন্য এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ। ফলে ভগ্নহৃদয়ে কাঁদতে কাঁদতে রোনালদোর মাঠ ছাড়ার দৃশ্য মনে দাগ কেটে যায় ফুটবলপ্রেমীদের।
advertisement
advertisement
তার সঙ্গে অন্যায় করা হয়েছে অভিযোগ তুলে সরব হন অনেকে। এবার সেই তালিকায় নাম লেখালেন এরদোয়ানও। গত ২৫ ডিসেম্বর তুরস্কের পূর্বাঞ্চলীয় এরজুরুম প্রদেশে এক যুব অনুষ্ঠানে বক্তব্যকালে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ওরা রোনালদোকে কাজে লাগায়নি। দুর্ভাগ্যজনকভাবে, তারা তার ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
Turkey's President Recep Erdogan has claimed that Cristiano Ronaldo was under a 'political ban' at the World Cup for his support for the Palestinian cause, despite a lack of public statements by Ronaldo on Palestine. pic.twitter.com/9fela477QK
— Quds News Network (@QudsNen) December 26, 2022
advertisement
ম্যাচের মাত্র ৩০ মিনিট বাকি থাকতে রোনালদোর মতো ফুটবলারকে মাঠে নামানো হয়েছে। এটি তার মনস্তত্ত্বকে নষ্ট করেছে এবং তার তেজ কেড়ে নিয়েছে। রোনালদো এমন একজন ব্যক্তি, যিনি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন। কোয়ার্টার ফাইনালে হেরে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন রোনালদো।
অবশ্য প্যালেস্টাইন -ইসরায়েল সংঘাত নিয়ে রোনালদো কখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে অনলাইনে এ বিষয়ে বহুবার ভুয়া খবর ছড়িয়েছে। এখন দেখার তুরস্কের প্রেসিডেন্টের এমন মন্তব্যে পর্তুগিজ তারকা পাল্টা কিছু বলেন কিনা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2022 9:12 PM IST