CSK Tirupati: তিরুপতি মন্দিরে আইপিএল ট্রফি নিয়ে ধোনির দল! চলল প্রার্থনা এবং পূজা পাঠ
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
চেন্নাই: বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কথাটা মিথ্যে নয়। ঈশ্বরে বিশ্বাসী মানুষের অভাব নেই। আইপিএল চ্যাম্পিয়ন হয়ে আহমেদাবাদ থেকে চেন্নাইতে ফিরেই তিরুপতি মন্দিরে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস। ক্রিকেটাররা না থাকলেও দলের ম্যানেজমেন্ট পুজোর সব ব্যবস্থা করেছিল জাগ্রত মন্দিরে। ফাইনালে গুজরাত টাইটানসকে হারিয়ে আইপিএল ২০২৩ চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস।
মঙ্গলবার চেন্নাইয়ে ফিরে আইপিএল ট্রফিকে সামনে রেখে তিরুপতি মন্দিরে বিশেষ পূজাপাঠের ব্যবস্থা করে সিএসকে কর্তৃপক্ষ। থিয়াগরায় নগরের তিরুমালা তিরুপতি দেবস্থানম মন্দিরে এই বিশেষ পূজার ব্যবস্থা করে চেন্নাই সুপার কিংস। পুরোহিতদের হাতে আইপিএলের ট্রফিটি তুলে দেওয়া হয়।
CSK performed a special Pooja for IPL Trophy at the Tirupathi Temple. pic.twitter.com/AkBwUm5Ozy
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 30, 2023
advertisement
advertisement
দেবতার সামনে ট্রফি রেখে তাতে মালা দিয়ে চলে পূজা। চলে মন্ত্র পাঠ। এই নিয়ে পাঁচবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ট্রফি হাতে তোলে সিএসকে। তারা সব থেকে বেশিবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নিরিখে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড ছুঁয়ে ফেলে। চেন্নাই প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগের খেতাব জেতে ২০১০ সালে। ২০১১ সালে তারা দ্বিতীয়বার ট্রফি হাতে তোলে।
advertisement
পরে ২০১৮ সালে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে। ২০২১ সালে চতুর্থবার ধোনিদের হাতে ওঠে ট্রফি। এবার ২০২৩-এর মঞ্চে পঞ্চমবার আইপিএলে বিজয় পতাকা ওড়ায় সুপার কিংস। আইপিএল ট্রফি নিয়ে মন্দিরে পুজো দেওয়ার ছবিটি ইতিমধ্যেই গোটা দেশে ভাইরাল হয়ে গিয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2023 12:40 PM IST