CSK Unicorn status: প্রথম আইপিএল দল হিসেবে ক্রিকেটের বাইরে নতুন ইতিহাস সিএসকের! জানুন

Last Updated:

Chennai Super Kings creates history from sports field to gain unicorn status. ব্যবসার ক্ষেত্রে বিরাট প্রাপ্তি ধোনির সিএসকের, ভারতের ক্রীড়াক্ষেত্রে প্রথম ‘ইউনিকর্ন কোম্পানি’ হয়েছে তারা।

ব্যবসার ক্ষেত্রে বিরাট প্রাপ্তি ধোনির সিএসকের
ব্যবসার ক্ষেত্রে বিরাট প্রাপ্তি ধোনির সিএসকের
#চেন্নাই: আইপিএলে মাঠের সাফল্যে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস দ্বিতীয়। এখন পর্যন্ত ১৪টি আইপিএল শেষে তাদের ৪ শিরোপার চেয়ে বেশি জিতেছে শুধু মুম্বই ইন্ডিয়ানস (৫টি)। তবে গতবারের আইপিএল জেতা চেন্নাই যে ব্যবসায়িক দিক থেকে অন্য সবাইকে ছাড়িয়ে গেছে, এ নিয়ে আর সংশয় থাকছে না। ১৫তম আইপিএলের দামামা বাজতে শুরু করেছে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি এবারের আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে।
তার আগে ব্যবসায়িক দিক থেকে একটা বড় অর্জনের খবর পেল চেন্নাই সুপার কিংস। ভারতের ক্রীড়াক্ষেত্রে প্রথম ‘ইউনিকর্ন কোম্পানি’ হয়েছে তারা। কোনো নতুন ব্যবসাপ্রতিষ্ঠানের মূল্য যখন ১০০ কোটি ডলার ছাড়িয়ে যায়, ভেঞ্চার ক্যাপিটাল ইন্ডাস্ট্রিতে সেটিকেই ইউনিকর্ন নাম দেওয়া হয়। চেন্নাই সুপার কিংসের বাজারে থাকা মূলধনের পরিমাণ এই মুহূর্তে ৭ হাজার ৬০০ কোটি টাকা। ডলারের হিসাবে ১০১ কোটি ডলারের বেশি।
advertisement
advertisement
‘গ্রে মার্কেটে’ এই মুহূর্তে চেন্নাইয়ের শেয়ার বিক্রি হচ্ছে ২১০-২২৫ টাকা দরে। শুধু এটিই নয়, ব্যবসায়িক দিক থেকে আরেকটি বড় রেকর্ডও ভেঙেছে চেন্নাই। এই ফ্র্যাঞ্চাইজি মূলত সিমেন্ট কোম্পানি ইন্ডিয়া সিমেন্টসের একটি সহপ্রতিষ্ঠান। কিন্তু এই মুহূর্তে চেন্নাইয়ের বাজার মূলধন যে অঙ্কে পৌঁছেছে, সেটি তাদের মূল কোম্পানি ইন্ডিয়া সিমেন্টের বাজার মূলধনের চেয়েও বেশি!
advertisement
গত শুক্রবার ইন্ডিয়া সিমেন্টের বাজার মূলধনের পরিমাণ ছিল ৬ হাজার ৮৬৯ কোটি  (৯১.৫৩ কোটি ডলার)। চেন্নাইয়ের শেয়ারের দাম বাড়ার পেছনে আইপিএলে নতুন দুই ফ্র্যাঞ্চাইজিরই ‘ভূমিকা’ আছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যম। কলকাতার আরপিএসজি গ্রুপ এবারের আইপিএলে লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে ৭ হাজার কোটি টাকার বেশি দামে, সিভিসি ক্যাপিটাল ৫ হাজার ৬২৫ কোটি টাকায় কিনেছে আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি।
advertisement
এরপর থেকে চেন্নাইয়ের শেয়ারের দামও আকাশচুম্বী। প্রসঙ্গত, চেন্নাই সুপার কিংসই ভারতের ক্রীড়াক্ষেত্রের একমাত্র দল, যাদের শেয়ার জনসাধারণের বিনিয়োগের জন্য উন্মুক্ত। মাঠে চেন্নাইয়ের পারফরম্যান্সের কারণে শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহও বাড়ছে।
সব মিলিয়ে সিএসকের মাঠের বাইরে এই নজির আইপিএলের অন্য ফ্র্যাঞ্চাইজির নেই। জনপ্রিয়তার নিরিখে মুম্বই ইন্ডিয়ান্স এবং কেকেআর যথেষ্ট জনপ্রিয় সারা বিশ্বে। কিন্তু ব্র্যান্ড হিসেবে সকলকে ছাড়িয়ে গিয়েছে সিএসকে।
advertisement
*আইপিএল ২০২২-এ যাঁদের ধরে রেখেছে চেন্নাই
রবীন্দ্র জাদেজা (১৬ কোটি )
মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি )
মঈন আলী (৮ কোটি )
রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি )
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
CSK Unicorn status: প্রথম আইপিএল দল হিসেবে ক্রিকেটের বাইরে নতুন ইতিহাস সিএসকের! জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement