চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেয়ে গম্ভীর কী বললেন ?
Last Updated:
দশম আইপিএলে ভাল পারফর্ম করেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি গৌতম গম্ভীরের ৷ এতে অনেকেই প্রশ্ন তুলেছেন ৷
#কলকাতা: দশম আইপিএলে ভাল পারফর্ম করেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি গৌতম গম্ভীরের ৷ এতে অনেকেই প্রশ্ন তুলেছেন ৷ সোশ্যাল মিডিয়ায় নির্বাচকদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই ৷ কারণ শিখর ধাওয়ানের জায়গায় নাইট অধিনায়কের সুযোগ পাওয়া উচিত ছিল মনে করছেন অধিকাংশ মানুষ ৷
শেষবার জাতীয় দলের জার্সি গায়ে গম্ভীর ওয়ান ডে খেলেছিলেন ২০১৩ সালের জানুয়ারিতে ৷ তারপর চার বছরেরও বেশি সময় কেটে গিয়েছে, আইপিএলে বছরের পর বছর ভাল পারফর্ম করেও ব্রাত্যই থেকে গিয়েছেন কেকেআর অধিনায়ক ৷ জাতীয় দলের প্রত্যাবর্তনের বিষয় গম্ভীর নিজে কী ভাবছেন ? একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কেকেআর অধিনায়ক বলেন, ‘‘চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে কেকেআর-এর হয়ে রান করে যাওয়া স্বার্থপরতা ছাড়া আর কিছু নয়। আমি যদি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে খেলতে শুরু করি, তাহলে দলের অনেকেই ব্যক্তিগত পারফরম্যান্সের কথাই ভাববে। এটা ঠিক নয়।’’
advertisement
advertisement
গম্ভীর আরও বলেন, ‘‘টি টোয়েন্টিতে ভাল রান করলে টি টোয়েন্টির দলেই ডাক পাওয়া যাবে। টি টোয়েন্টির পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচকরা যদি ওয়ানডে দলে কোনও ক্রিকেটারকে জায়গা দেন, তার অর্থ ঘরোয়া পঞ্চাশ ওভারের প্রতিযোগিতার কোনও অর্থই নেই।’’ কিংবদন্তী বক্সার মহম্মদ আলির একটি ট্যুইট রিট্যুইটও করেছেন কেকেআর অধিনায়ক ৷ এই ট্যুইটই এখন অনুপ্রেণা গম্ভীরের ৷ মহম্মদ আলির সেই উক্তিটি হল, ‘‘ আমি আমার জয়গুলো নিয়ে খুব খুশি ৷ কিন্তু আমার হারগুলোকে আরও বেশি ধন্যবাদ ৷ কারণ সেই হারগুলিই আমাকে আরও বেশি শক্তিশালী করে ৷ ’’
advertisement
“I am grateful for all my victories, but I am especially grateful for my losses because they only made me work harder.” #MondayMotivation pic.twitter.com/bAHdX9DmtN
— Muhammad Ali (@MuhammadAli) May 8, 2017
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2017 9:36 AM IST










