আখতারের বিরাট ভবিষ্য়দ্বাণী! চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলবে কোন দুই দল, বলে দিলেন!

Last Updated:

Shoaib Akhtar prediction- পাকিস্তানের স্পোর্টস চ্যানেল পিটিভি স্পোর্টসে কথা বলার সময় আখতার ওই দুই দলের নাম প্রকাশ করেন।

News18
News18
কলকাতা: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫- এর ফাইনালিস্ট হতে পারে কোন দুই দল, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে পারে এমন দুই দলের নাম জানিয়ে দিলেন আখতার।
পাকিস্তানের স্পোর্টস চ্যানেল পিটিভি স্পোর্টসে কথা বলার সময় আখতার ওই দুই দলের নাম প্রকাশ করেন। প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫- এর ফাইনালিস্ট দল সম্পর্কে বলেছেন, “ভারত ও পাকিস্তানের অবশ্যই সেমিফাইনাল খেলবে।
আরও পড়ুন- ট্রেনের মেঝেতে শুয়ে জাতীয় গেমস খেলতে গেল বাংলা দল! চরম অব্যবস্থার দায় নেবে কে?
আখতার মেনে নিয়েছেন, পাকিস্তান এবং ভারত দুটি দল ফাইনাল খেলতে পারে। আখতার বলেছেন, “ভারত হল ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তাই ওডিআই ক্রিকেটকে টিকিয়ে রাখতে হলে ভারতকে ফাইনালে উঠতে হবে। দেখুন, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত জিততে পারেনি। অস্ট্রেলিয়া জিতেছে। কিন্তু তাতে ওডিআই ক্রিকেটে কোনো লাভ হয়নি, মানুষ বেশি কথা বলে না ওই ম্যাচ নিয়ে। এবার ভারত জিতলে ওডিআই ক্রিকেট সর্বত্র প্রচারিত হতে পারে। এমন পরিস্থিতিতে আমি চাই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠুক।
advertisement
advertisement
আরও পড়ুন- আশা ভোঁসলের বাড়ির জামাই হচ্ছেন এই ভারতীয় ক্রিকেটার! জমজমাট প্রেম, ভাইরাল ফটো
একই সঙ্গে পাকিস্তানের প্রাক্তন বোলার আরও বলেছেন, “চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের চেনা পরিবেশে অনুষ্ঠিত হতে চলেছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ওয়ানডেতে ভাল খেলেছে। পাকিস্তান আয়োজক দেশ। আমি আশা করছি পাকিস্তান ফাইনালে খেলবে।”
এছাড়াও আখতার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচিত ভারতীয় দল সম্পর্কে বলেছেন, “ভারতীয় দলে দুর্দান্ত স্পিনার রয়েছে। জাদেজা এবং কুলদীপ ২০ ওভার বল করবে। জাদেজার বিরুদ্ধে রান করাটা কঠিন। ভারত অবশ্যই শক্তিশালী দল। কোহলি ও রোহিতকে পারফর্ম করতে হবে। তা হলেই ওদের কাজ অনেক সহজ হবে।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আখতারের বিরাট ভবিষ্য়দ্বাণী! চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলবে কোন দুই দল, বলে দিলেন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement