ট্রেনের মেঝেতে শুয়ে জাতীয় গেমস খেলতে গেল বাংলা দল! চরম অব্যবস্থার দায় নেবে কে?
- Reported by: ERON ROY BURMAN
- news18 bangla
- Published by:Sudip Paul
Last Updated:
National Games: মোট খেলোয়াড় ৩৬ জন। আসন সংখ্যা মাত্র ৬! জাতীয় গেমস খেলতে গিয়ে চূড়ান্ত অব্যবস্থার শিকার বাংলার খো-খো, মহিলা ফুটবল দল। চরম বিপাকে বাংলার খেলোয়াররা।
মোট খেলোয়াড় ৩৬ জন। আসন সংখ্যা মাত্র ৬! জাতীয় গেমস খেলতে গিয়ে চূড়ান্ত অব্যবস্থার শিকার বাংলার খো-খো, মহিলা ফুটবল দল। চরম বিপাকে বাংলার খেলোয়াররা। শেষ মুহূর্তে কোনও উপায় না থাকায় বাধ্য হয়ে । মহিলা ফুটবল এবং খো খো খেলোয়াড়দের ট্রেনের মাটিতে শুয়ে-বসে যেতে হল উত্তরাখণ্ডে। ৩৬ ঘন্টা যাত্রা করতে হল দুর্বিসহ অবস্থার মধ্যে।
জাতীয় গেমস খেলতে যাওয়ার আগে অ্যাথলিটদের জন্য আগাম চাকরির ঘোষণা করে রাজ্য সরকার। পদক জিতলেই সুনিশ্চিত চাকরি- ঘটা করে ঘোষণা ক্রীড়া দফতরের। অথচ সেই জাতীয় গেমস খেলতে গিয়েই অব্যবস্থার শিকার বাংলার খো-খো আর মহিলা ফুটবল দল। খেলোয়াড়দের জন্য ট্রেনের টিকিটই জোগাড় করতে পারেননি কর্তারা। কী করে এমনটা সম্ভব তা নিয়ে উঠছে প্রশ্ন। বেঙ্গল অলিম্পিক সংস্থার কর্তাদের ভূমিকা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা।
advertisement
advertisement
কিন্তু এমন অব্যবস্থার দায় নেবে কে? চলছে দায় ঠেলাঠেলির পালা। বিওএ-র গাফিলতির দিকে আঙুল আইএফএ, খো-খো সংস্থার। নির্দিষ্ট সংস্থার কর্তাদের ঘাড়ে পাল্টা দোষ চাপাচ্ছে বিওএ। উত্তরাখণ্ডে হবে ৩৮-তম জাতীয় গেমস। টুর্নামেন্টের একদিন আগেই উত্তরাখণ্ড পৌঁছয় বাংলার খো-খো, মহিলা ফুটবল, সাঁতারের দল। কিন্তু এমন পরিস্থিতিতে সফর করার পর প্লেয়াররা কতটা নিজেদের সেরাটা দিতে পারবে তাও প্রশ্নের উর্ধ্বে নয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 28, 2025 12:57 PM IST








