ICC Champions Trophy 2025: আইসিসি ট্রফিতে চোকার্স নয় দক্ষিণ আফ্রিকা! সিনিয়র পুরুষ দল জিতেছে 'বিশ্বকাপ'! বলুন দেখি কবে-কোথায়?

Last Updated:
ICC Champions Trophy 2025 South Africa Cricket Team Won ICC Mega Event: পুরোপুরি চোকার্স বলাটা ঠিক হবে না প্রোটিয়াদের। কারণ তাদের সিনিয়র দলও জিতেছে আইসিসির একটি মেগা ইভেন্ট। ফলে আইসিসি ট্রফি জয়ের ভাঁড়ার একেবারে শূন্য নয় প্রোটিয়াদের।
1/6
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সঙ্গে সেঁটে দেওয়া হয়েছে চোকার্স তকমা। কারণ ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ যে কোনও আইসিসি ইভেন্টে বারবার তীরে গিয়ে ডুবেছে তাদের তরী।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সঙ্গে সেঁটে দেওয়া হয়েছে চোকার্স তকমা। কারণ ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ যে কোনও আইসিসি ইভেন্টে বারবার তীরে গিয়ে ডুবেছে তাদের তরী।
advertisement
2/6
তবে পুরোপুরি চোকার্স বলাটা ঠিক হবে না প্রোটিয়াদের। কারণ তাদের সিনিয়র দলও জিতেছে আইসিসির একটি মেগা ইভেন্ট। ফলে আইসিসি ট্রফি জয়ের ভাঁড়ার একেবারে শূন্য নয় প্রোটিয়াদের।
তবে পুরোপুরি চোকার্স বলাটা ঠিক হবে না প্রোটিয়াদের। কারণ তাদের সিনিয়র দলও জিতেছে আইসিসির একটি মেগা ইভেন্ট। ফলে আইসিসি ট্রফি জয়ের ভাঁড়ার একেবারে শূন্য নয় প্রোটিয়াদের।
advertisement
3/6
কী জেনে অবাক হলেন? ভাবছেন, দক্ষিণ আফ্রিকা কবে আবার আইসিসি ইভেন্ট জিতল? অবাক হলেও এটা সত্যি। প্রোটিয়াদের ক্যাবেনেটেও রয়েছে আইসিসির একটি মেগা ইভেন্টের ট্রফি।
কী জেনে অবাক হলেন? ভাবছেন, দক্ষিণ আফ্রিকা কবে আবার আইসিসি ইভেন্ট জিতল? অবাক হলেও এটা সত্যি। প্রোটিয়াদের ক্যাবেনেটেও রয়েছে আইসিসির একটি মেগা ইভেন্টের ট্রফি।
advertisement
4/6
বর্তমানে যাকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বলা হয়, তার প্রথম সংস্করণ জিতেছিল দক্ষিণ আফ্রিকাই। যদিও সেই বছর নাম ছিল অন্য। ১৯৯৮ সালে আইসিসি নকআউট ট্রফি নামে এক টুর্নামেন্ট শুরু হয়।
বর্তমানে যাকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বলা হয়, তার প্রথম সংস্করণ জিতেছিল দক্ষিণ আফ্রিকাই। যদিও সেই বছর নাম ছিল অন্য। ১৯৯৮ সালে আইসিসি নকআউট ট্রফি নামে এক টুর্নামেন্ট শুরু হয়।
advertisement
5/6
পরবর্তীতে এই প্রতিযোগিতায় নাম বদল করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি করা হয়। অনেকে একে 'মিনি বিশ্বকাপ'-ও বলে থাকে। সেই অর্থে দেখলে দক্ষিণ আফ্রিকার ঘরে রয়েছে একটি 'মিনি বিশ্বকাপ'।
পরবর্তীতে এই প্রতিযোগিতায় নাম বদল করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি করা হয়। অনেকে একে 'মিনি বিশ্বকাপ'-ও বলে থাকে। সেই অর্থে দেখলে দক্ষিণ আফ্রিকার ঘরে রয়েছে একটি 'মিনি বিশ্বকাপ'।
advertisement
6/6
১৯৯৮ সালে ৯টি দল নিয়ে হয়েছিব এই প্রতিযোগিতা। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে ট্রফি জিতেছিল প্রোটিয়ারা। ফাইনাল হয়েছিল বাংলাদেশের ঢাকায়। হ্যান্সি ক্রোনিয়ে সেই সময় ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
১৯৯৮ সালে ৯টি দল নিয়ে হয়েছিব এই প্রতিযোগিতা। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে ট্রফি জিতেছিল প্রোটিয়ারা। ফাইনাল হয়েছিল বাংলাদেশের ঢাকায়। হ্যান্সি ক্রোনিয়ে সেই সময় ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
advertisement
advertisement
advertisement