উইম্বলডনে অচেনা 'জোকার'! খেতাব আবার আলকারাজের, রবিবারে অঘটন!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Carlos Alcaraz: উইম্বলডনের সেন্টার কোর্ট দেখল এদিন এক অচেনা নোভাক জকোভিচকে দেখল। আসলে জীবনের প্রতিটা দিন তো আর রবিবার হয় না! এই রবিবার একেবারেই জোকারের ছিল না। এই রবিবার ছিল আলকারাজের। আর তিনিই এখন উইম্বলডের সম্রাট।
লন্ডন: অচেনা এক রাজার রাজত্ব! সহজে মেনে নেওয়া যায় না, তাই না! তবে পরিবর্তনই জীবনের এক এবং অদ্বিতীয় সত্যি! ফলে মেনে নেওয়া ছাড়া উপায় কী!
যে বা যাঁরা ভেবেছিলেন, এই উইম্বলডন খেতাবও জোকারের, তাঁদের স্বপ্ন ভেঙেছে। ফলে রবিবারের সন্ধেয় এমন বাস্তব মেনে নেওয়া কঠিন। তবু মেনে নিতে তো হয়।
উইম্বলডনের সেন্টার কোর্ট দেখল এদিন এক অচেনা নোভাক জকোভিচকে দেখল। আসলে জীবনের প্রতিটা দিন তো আর রবিবার হয় না! এই রবিবার একেবারেই জোকারের ছিল না। এই রবিবার ছিল আলকারাজের। আর তিনিই এখন উইম্বলডের সম্রাট।
advertisement
advertisement
আর পড়ুন- গোটা বিশ্বকাপ বেঞ্চে বসলেন! এবার বদলা ‘সেই’ ক্রিকেটারের, নেমেই হাফ-সেঞ্চুরি
৩৭-এর জোকোভিচকে স্ট্রেট সেটে (৬-২, ৬-২, ৭-৬) হারিয়ে টানা ২বার উইম্বলডব খেতাব ঘরে তুললেন আলকারাজ। ঘাসের কোর্টের রাজা এখন তিনিই। লন্ডনে এবার স্পেনের রাজত্ব প্রতিষ্ঠা হল যেন!
ঘাসের কোর্টের রাজা জকোবিচ শেষবার ২০১৮ সালে উইম্বলডনে স্ট্রেট সেটে জিতেছিলেন। তবে এদিনের জকোভিচকে দেখে তাঁর অতি বড় ভক্তেরও অচেনাই মনে হবে।
advertisement
From a feat of clay to a masterclass on grass
Only six men in the Open Era have won Roland Garros and Wimbledon in the same year:
Rod Laver
Bjorn Borg
Rafael Nadal
Roger Federer
Novak Djokovic
Carlos Alcaraz#Wimbledon | @rolandgarros pic.twitter.com/vK78bKkP7G— Wimbledon (@Wimbledon) July 14, 2024
advertisement
তুর্থ গ্র্যান্ড স্ল্যাম জেতলেন আলকারাজ। তামঁর টেনিসে যেমন ছিল পাওয়ার, তেমন শিল্প। যেন বিশ্বসেরাকে হারাতেই এদিন কোর্টে নেমেছিলেন! এদিন সার্ভিস করতে গিয়ে বারবার সমস্যায় পড়ছিলেন জকো। সেই সমস্যা তিনি আর কাটিয়ে উঠতে পারেননি।
আরও পড়ুন- অনন্ত-রাধিকার বিয়েতে এলেন না একমাত্র ‘এই’ দু’জন! বিয়ে বাড়িতে সবাই খুঁজল তাঁদের!
দ্বিতীয় গেম শেষ হয় মাত্র তিন মিনিটে। তখনই বোঝা গিয়েছিল, এ যেন অচেনা জোকার! ৭২ মিনিটের লড়াই। তাতেই বিশ্বের অন্যতম সেরা প্লেয়ারকে হারিয়ে এবারের উইম্বলডন খেতাব নিজের নামে করে নেন আলকারাজ। টেনিস বিশ্ব যেন পেল নতুন তারকা!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 15, 2024 12:10 AM IST