Virat Kohli : আর ১৬টা সেঞ্চুরি, তা হলেই কোহলি ছোঁবেন সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড! ২০২৭ সালের মধ্যে সম্ভব? হিসেব দেখে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli : সচিন তেন্ডুলকরের এক একটি রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। ওডিআইতে সেঞ্চুরির রেকর্ডের দিক থেকে সচিনকে টপকে গিয়েছেন বিরাট। কিন্তু সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড কি ভাঙতে পারবেন কোহলি!
মুম্বই: কিংবদন্তির রেকর্ড ভাঙতে পারবেন আরেক কিংবদন্তি! এটাই এখন ক্রিকেট দুনিয়ার সব থেকে বড় প্রশ্ন।
সচিন তেন্ডুলকরের এক একটি রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। ওডিআইতে সেঞ্চুরির রেকর্ডের দিক থেকে সচিনকে টপকে গিয়েছেন বিরাট। কিন্তু সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড কি ভাঙতে পারবেন কোহলি! এরই মধ্যে মোট ৮৪টি সেঞ্চুরি করে ফেলেছেন বিরাট। সচিনের রেকর্ড ছুঁতে বাকি আর ১৬টি।
কোহলি এখন খেলেন স্রেফ একদিনের ক্রিকেটে। ফলে একটাই ফরম্যাট খেলে তাঁকে আরও ১৬টি সেঞ্চুরি করতে হবে। সেটা কি ২০২৭ সালের মধ্যে সম্ভব? ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল কতগুলো ওয়ানডে ম্যাচ খেলবে? আসুন দেখে নেওয়া যাক।
advertisement
advertisement
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল মোট ১৯টি ওয়ানডে ম্য়াচ খেলবে। তার মধ্যে একটি ম্য়াচ শনিবার (৬ ডিসেম্বর) বিশাখাপত্তনমে হবে। সেটি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ম্যাচ। এই সিরিজ আপাতত ১-১। অর্থাৎ, শনিবারের ম্যাচ কার্যত ফাইনাল।
আরও পড়ুন- ৪৮ দলের ফুটবল বিশ্বকাপের ড্র আজ, ব্রাজিল-আর্জেন্টিনা কোন গ্রুপে পড়তে পারে?
টিম ইন্ডিয়া বিশ্বকাপ ফাইনালে খেললে আরও ১১টি ম্য়াচ খেলার সুযোগ পাবে। ফলে বিরাট কোহলির কাছে মোট ৩০ ওয়ানডে ম্য়াচ খেলার সুযোগ থাকবে। তাতে তাঁকে করতে হবে আরও ১৬টি সেঞ্চুরি। তিনি যা ফর্মে আছেন তাতে এমন রেকর্ড করা তাঁর পক্ষে অসম্ভব কিছু নয়।
advertisement
আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি রয়েছে সচিনের। সেই রেকর্ড অক্ষত এখনও। আর সচিনের সেই রেকর্ড ভাঙার খুব কাছাকাছি রয়েছেন বিরাট। ক্রিকেটের সব ফরম্যাটে খেললে তাঁর পক্ষে কাজটা আরও সহজ হত। তবে কোহলি টি২০ ও টেস্ট থেকে ইতিমধ্যে অবসর নিয়ে ফেলেছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 05, 2025 4:37 PM IST

