বিসিসিআই-এর চিঠি সিএবিতে! কোনও বাড়তি গাড়ি নয়, একটাই বাস বিরাটদের জন্য!

Last Updated:

India vs England- দলের অধিনায়ক, তারকা ক্রিকেটাররা বরাবরই বিশেষ সুবিধা পেয়ে থাকেন। অনেকেই সতীর্থদের সঙ্গে টিম বাসে যাতায়াত করেন না। বদলে আলাদা গাড়িতে মাঠ থেকে টিম হোটেলে যাওয়া-আসা তাঁদের পছন্দের।

News18
News18
কলকাতা: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে টিম ইন্ডিয়ার সদস্যদের জন্য যে দশ দফা নির্দেশিকা জারি হয়েছে, তার কপিও আজ বাংলা ক্রিকেট সংস্থা এসে পৌঁছেছে। ফলে ভারতীয় ক্রিকেটারদের জন্য বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি২০ ম্যাচে থাকছে না বিশেষ কোনও ব্যবস্থা।
দলের অধিনায়ক, তারকা ক্রিকেটাররা বরাবরই বিশেষ সুবিধা পেয়ে থাকেন। অনেকেই সতীর্থদের সঙ্গে টিম বাসে যাতায়াত করেন না। বদলে আলাদা গাড়িতে মাঠ থেকে টিম হোটেলে যাওয়া-আসা তাঁদের পছন্দের।
অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলিদের এমন ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠার পাশে তুমুল বিতর্কও হয়ে গিয়েছে। তাই বিসিসিআই পরিস্থিতির গুরুত্বের কথা বিবেচনা করে ভারতীয় ক্রিকেটারদের জন্য দশ দফা নির্দেশিকা জারির সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- শীতের বাজারে এক প্রশ্নই ঘামাবে?দার্জিলিং চায়ের স্বাদ কত রকমের? সরাসরি চ্যালেঞ্জ
সেই নির্দেশিকার কপি আজ সিএবিতে পৌঁছানোর পর সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় রাতের দিকে সিএবিতে জানিয়েছেন, ‘বিসিসিআই যা বলবে, আমরা তা মেনে চলতে বাধ্য। তাই কোনও ক্রিকেটারের জন্যই বিশেষ ব্যবস্থা থাকছে না। সবাইকেই টিম বাসে যাতায়াত করতে হবে। অন্তত আমাদের কাছে সেই নির্দেশই এসেছে আজ।’
advertisement
এদিকে, দেশের নানা প্রান্ত থেকে ভারতীয় দলের ক্রিকেটাররা আজ যেমন কলকাতায় পৌঁছে গিয়েছেন, তেমনই দুবাই থেকে ইংল্যান্ড দলের ক্রিকেটাররাও পৌঁছেছেন কলকাতায়। গতকাল গভীর রাতে লিয়াম লিভিংস্টোন পৌঁছে গিয়েছিলেন কলকাতায়। আজ তাঁর বাকি সতীর্থরাও হাজির হয়ে গিয়েছেন।
রবিবার দুপুর একটা থেকে ক্রিকেটের নন্দনকাননে ইংল্যান্ড দলের অনুশীলন রয়েছে। বিকেল চারটে থেকে ইডেনে অনুশীলন করবে ভারতীয় দল। দুই দলই কলকাতায় পা রাখার পর বুধবারের ম্যাচের টিকিটের চাহিদা আরও বেড়েছে। সিএবি সভাপতি স্নেহাশিসের কথায়, ‘টিকিটের প্রবল চাহিদা রয়েছে। বুধবার ইডেনের গ্যালারি ভর্তি হওয়া নিয়ে কোনও সন্দেহ নেই।’
advertisement
বুধবার সন্ধ্যায় টসের পর খেলা শুরুর আগে মিনিট দশেকের একটি অনুষ্ঠান রয়েছে ইডেনে। কিংবদন্তি ঝুলন গোস্বামীর নামের স্ট্যান্ডের উদ্বোধন হবে। ঝুলনের পাশে উদ্বোধনী অনুষ্ঠানের সময় হাজির থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও জস বাটলারকেও সিএবির তরফে অনুরোধ করা হয়েছে অনুষ্ঠানে হাজির থাকার জন্য।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিসিসিআই-এর চিঠি সিএবিতে! কোনও বাড়তি গাড়ি নয়, একটাই বাস বিরাটদের জন্য!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement