Exclusive: বাংলার গর্ব ঝুলন গোস্বামী, কলকাতার বুকে এত বড় সম্মান আগে পাননি 'চাকদহ এক্সপ্রেস'
- Published by:Sudip Paul
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Jhulan Goswami: সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশে এবার এক আসনে ঝুলন গোস্বামী। প্রাক্তন দুই ভারত অধিনায়ককে এক ফ্রেমে নিয়ে আসছেন সিএবি কর্তারা।
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশে এবার এক আসনে ঝুলন গোস্বামী। প্রাক্তন দুই ভারত অধিনায়ককে এক ফ্রেমে নিয়ে আসছেন সিএবি কর্তারা। প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামীকে বিশেষ সম্মান জানাতে চলেছে সিএবি। ‘চাকদহ এক্সপ্রেস’ ঝুলন গোস্বামী ভারতীয় তথা বিশ্ব মহিলা ক্রিকেটের আইকন। এবার ঝুলনকে নিয়ে বিশেষ উদ্যোগ বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার।
ঝুলন গোস্বামীর নামে ক্রিকেটের নন্দনকাননে এবার স্ট্যান্ড। ইডেনের গ্যালারিতে ঝুলন গোস্বামী স্ট্যান্ড চালু হতে চলেছে। পৃথিবীর বিভিন্ন স্টেডিয়ামে গ্যালারিতে স্ট্যান্ডের নামকরণ করা হয়, প্রাক্তন বিখ্যাত খেলোয়াড়দের নাম অনুযায়ী। ক্রিকেট আঙিনায় সেই তালিকায় যেমন, ডন ব্র্যাডম্যান থেকে সচিন তেন্ডুলকারদের মতো বিভিন্ন কিংবদন্তি খেলোয়াড়। সেই ঐতিহ্যকে বজায় রেখে সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিষেক ডালমিয়ারা ইডেনের গ্যালারি স্ট্যান্ডের নামকরণের উদ্যোগ নিয়েছিলেন বছর খানেক আগেই। পঙ্কজ রায়, সৌরভ গঙ্গোপাধ্যায় সহ সিএবির প্রশাসনিক দুই কর্তা বিশ্বনাথ দত্ত এবং জগমোহন ডালমিয়ার নামে ইডেনের বিভিন্ন স্ট্যান্ডের নামকরণ করা হয়। এর পাশাপাশি ইডেন যেহেতু আর্মির অধীনে রয়েছে। তাই ভারতীয় সেনার কয়েকজন সেনা আধিকারিক এর নামেও ইডেনের গ্যালারি স্ট্যান্ডে নামকরণ করা হয়েছিল।
advertisement
এবার সৌরভ পঙ্কজ রায়দের পাশে জায়গা পেতে চলেছেন ঝুলন গোস্বামীও। ইতিমধ্যেই অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে বিষয়টি পাশ হয়েছে। ঝুলন ছাড়াও একজন সেনা আধিকারিক এর নামে নতুন করে স্ট্যান্ডের নামকরণ হবে। ইডেনের বি ব্লকে ঝুলন গোস্বামী স্ট্যান্ড হতে চলেছে বলে জানান সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আগামী বছর শুরুতে ২২শে জানুয়ারি ইডেনে আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম ইংল্যান্ড। সেই ম্যাচের আগেই ঝুলন গোস্বামী নামের স্ট্যান্ড চালু হতে পারে বলে খবর।
advertisement
advertisement
নিজের নামে ইডেনে স্ট্যান্ড হতে চলেছে এই খবর নিউজ18 বাংলার কাছ থেকেই প্রথম শোনেন ঝুলন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক ঝুলন গোস্বামী জানান, “আমি আপ্লুত-আবেগতাড়িত। এই সম্মান বিরাট। বাংলার কর্তাদের অসংখ্য ধন্যবাদ আমার নাম বিবেচনা করার জন্য। আমি ভাবতেই পারিনি আমার নামে গ্যালারিতে স্ট্যান্ড হবে। ছোট থেকে যখন খেলতাম এরকম অনেকের নামেই স্ট্যান্ড এর কথা দেশ-বিদেশে শুনেছি দেখেছি। কোনদিনও স্বপ্নেও ভাবিনি আমার নামে একদিন গ্যালারিতে নামকরণ হবে। সিএবি কর্তাদের অসংখ্য ধন্যবাদ, আমাকে সম্মান জানানোর জন্য। সৌরভ গঙ্গোপাধ্যায় পঙ্কজ রায়দের সঙ্গে আমার নামে স্ট্যান্ড এটা ভেবেই আমি শিহরিত। আশা করব কোন একদিন আমার নামাঙ্কিত স্ট্যান্ডে বসেই ইডেনে ম্যাচ দেখব।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2024 8:56 PM IST