আজ শুধু বদলার ম্যাচ নয়, গর্বের লড়াই নেইমারদের

অলিম্পিকে আজ মেগা ম্যাচ। ফুটবলের ফাইনালে মুখোমুখি ব্রাজিল ও জার্মানি।

  • Last Updated :
  • Share this:

    #রিও দি জেনেইরো: অলিম্পিকে আজ মেগা ম্যাচ। ফুটবলের ফাইনালে মুখোমুখি ব্রাজিল ও জার্মানি। মারাকানায় এই ম্যাচকে নেইমারদের বদলার ম্যাচ বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। কারণ দু’বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে সেই সাত-এক গোলে হার এখনও দগদগে ব্রাজিলের গায়ে। তবে শুধু বদলার ম্যাচই নয় , ফুটবলে নিজেদের গর্ব ফিরে পাওয়ার লড়াইয়েও আজ নামবেন নেইমাররা ৷

    ফুটবলের ইতিহাসে বিশ্বকাপের সেমিফাইনালে হার এখনও ভুলতে পারেননি আম ব্রাজিলীয়রা। ভুলতে পারেননি ঘরের মাঠে বিশ্বকাপের সেই লজ্জাকে। গত দু’বছরে প্রশান্ত মহাসাগরের বহু ঢেউ আছড়ে পড়েছে কোপাকাবানার বালির উপড়ে। তাতেও, মারাকানার সেই রাত এখনও অভিশপ্ত গোটা দেশের কাছে। সেই ম্যাচের বদলা নিতেই শুক্রবার মাঝরাতে নামছেন নেইমাররা। যাঁদের একটা সোনার দিকে তাকিয়ে গোটা ব্রাজিল। কারণ, পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও অলিম্পিকে সোনা এখনও অধরা নেইমারদের। এই পরিস্থিতিতে পুরুষদের ফাইনালে সেই ব্রাজিল বনাম জার্মানি।

    উল্টো দিকে, প্রায় দু’দশক পর অলিম্পিক ফুটবলে জার্মানি। তাতে অবশ্য জার্মানদের হালকা ভাবে নেওয়ার কোনও ঝুঁকি নিচ্ছেন না নেইমাররা। পনেরো সেকেন্ডে গোল করে এই অলিম্পিকে রেকর্ড করেছেন ব্রাজিল অধিনায়ক। রেকর্ড নয়, সোনা চায় দেশ। চায় নেইমারের থেকে।

    নাইজেরিয়াকে হারিয়ে জার্মানি অলিম্পিক ফাইনালে ওঠার পর বেশি খুশি হন ব্রাজিল সমর্থকরা ৷ কিন্তু শুধু প্রতিশোধ নয়, আরও একটা সুযোগ হিসেবেও এই ম্যাচকে দেখছেন দেশবাসী ৷ প্রার্থনা শুধু একটাই, ম্যাচের ফলাফলটা এবার যেন অলিম্পিকের আয়োজক দেশের পক্ষে হয় ৷

    First published:

    Tags: Brazil, Germany, Gold Medal Match, Rio 2016, Rio Olympics, Rio Olympics 2016