বিতর্কিত গোলে পেরুর কাছে হেরে কোপায় বিদায় ব্রাজিলের !

Last Updated:

ব্রাজিল- ০ পেরু- ১ ( রুইদিয়াজ- ৭৫')

ব্রাজিল- ০
পেরু- ১  ( রুইদিয়াজ- ৭৫')
#ম্যাসাচুসেটস: সোমবার সকালে ঘুম থেকে উঠে যে বাংলার ফুটবলপ্রেমীদের এই দুঃসংবাদটা পেতে হবে ! তা কেই বা আগে থেকে আন্দাজ করেছিল বলুন ৷ কিন্তু এই নির্মম সত্যটা এখন মেনে নিতেই হবে, যে এবারের কোপায় আর সাম্বার ঝলক দেখা যাবে না ৷ পেরুর কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল দুঙ্গার ব্রাজিল ৷
advertisement
advertisement
১৯৮৭ সালের পর এই প্রথম গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিল ব্রাজিল ৷ সেটাও পেরুর মতো তুলনায় অনেক দুর্বল প্রতিপক্ষের কাছে হেরে ৷ যাদের বিশ্বকাপ তো দূরের কথা, কোপা আমেরিকাতেও সেভাবে কোনও বড় সাফল্য নেই ৷
এদিনের ম্যাচের একমাত্র গোলটিকে ঘিরে অবশ্য জোর বিতর্ক চলছে ৷ ৭৫ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামা রুইদিয়াজের গোল পরিষ্কার হ্যান্ডবল ছিল বলেই রিপ্লেতে দেখা যায় ৷ এই নিয়ে ব্রাজিল ফুটবলাররা মাঠের মধ্যেই রেফারিকে ঘিরে চরম অসন্তোষ প্রকাশ করতে থাকেন ৷ যার জেরে ম্যাচ প্রায় ৫ মিনিট বন্ধ ছিল এদিন ৷
advertisement
অপর ম্যাচে এদিন হাইতিকে ৪-০ গোলে ইকুয়েডর হারানোয় কোপায় ব্রাজিলের পরের রাউন্ডে ওঠার সব আশা এদিনই শেষ হয়ে যায় ৷ ম্যাচের শেষদিকে ৬ মিনিট ইঞ্জুরি টাইমে একবার সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল ব্রাজিল ৷ কিন্তু পেরুর গোলকিপারকে ফাঁকা পেয়েও গোল করতে ব্যর্থ এলিয়াস ৷
advertisement
ম্যাচে গোল করার অসংখ্য সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ সেলেকাওরা ৷ উরুগুয়ের রেফারি অ্যান্দ্রেস কুনহা এদিন একেবারেই নির্দয় ছিল দুঙ্গার দলের উপর ৷ ‘হ্যান্ডবল’ গোলটি তাঁর চোখে যেমন পড়েনি , তেমনি ব্রাজিলের দু’দুটো পেনাল্টির জোরালো আবেদনও নাকচ করে দেন তিনি ৷ মরণ-বাঁচন এই ম্যাচে এদিন প্রথম একাদশে তিনটে বদল করেছিল পেরু ৷ রিভোরেডো, তাপিয়া এবং হবার্গের জায়গায় এদিন সুযোগ পান কর্জো, বালবিন এবং পোলো ৷ ম্যাচের ২৪ মিনিটে প্রায় গোল করেই ফেলেছিল ব্রাজিল ৷ কোনওমতে তখন সেটা আটকাতে সফল হন পেরুর গোলরক্ষক ৷ ম্যাচ জিতে পেরুবিয়ানরা উচ্ছ্বাসে মাতলেও এদিনের রেফারির জঘন্য সিদ্ধান্তে টুর্নামেন্টের জৌলুস যে অনেকাংশেই কমে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিতর্কিত গোলে পেরুর কাছে হেরে কোপায় বিদায় ব্রাজিলের !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement