পেলের কফিনে ফুটবল রেখে শেষ ভালোবাসা জানাবেন মা! তিন দিনের রাষ্ট্রীয় শোক ব্রাজিলে
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Brazil declares National mourning for 3 days and body of Pele will be kept at Santos club for last respects. মায়ের সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে পেলের কফিন ! তিনদিনের রাষ্ট্রীয় শোক ব্রাজিলে
#রিও: ফুটবল বিশ্ব থেমে গেছে। রাজা পৃথিবী ছেড়েছেন। ফুটবলের রূপ, রস, গন্ধকে সুন্দর করে তোলার পেছনে যে মানুষটার প্রথম অবদান ছিল তিনি আজ চিরন্তন ঘুমে। কিন্তু তাকে ভুলে থাকা কি সম্ভব? তিনি গোটা পৃথিবীর রত্ন। যেখান থেকে পেলের ‘ফুটবল রাজা’ হয়ে ওঠা, শেষবারের মতো সেই সান্তোস ক্লাব প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে কিংবদন্তি এই ফুটবলারকে।
বৃহস্পতিবার ৮২ বছর বয়সে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন পেলে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় হাসপাতালে থাকতে নিজের ‘শেষযাত্রা’ বিষয়ে বলে গেছেন পেলে। যেতে চেয়েছেন সান্তোস ক্লাব স্টেডিয়ামে।
আরও পড়ুন - পেলের জন্য চোখের জল ফেলছেন মেসি নেইমার ! শ্রদ্ধা জানালেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট
পেলের ইচ্ছানুযায়ী, তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে সাও পাওলো রাজ্যের ভিলা বেলমিরো স্টেডিয়ামে। এর আগে আইন রীতি অনুযায়ী, সমাহিতের জন্য মরদেহ প্রস্তুত করা হবে আলবার্ট আইনস্টাইন স্টেডিয়ামে। সেখান থেকে ২ জানুয়ারি (সোমবার) সকালে কফিন নিয়ে যাওয়া হবে সান্তোস প্রাঙ্গণে। সান্তোসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টেডিয়ামের মাঝমাঠে ২৪ ঘণ্টা পেলের মরদেহ রাখা হবে।
advertisement
advertisement
Santos was a mid sized club before #Pelé. From 1912 (when they were founded) to 1958 (Pelé's debut), they had only 3 Campeonatos Paulistas (main title in Brazil then). From 1958 to 1974 (his last year with Santos) they won 10 titles. pic.twitter.com/h685JkahR6
— Advaid അദ്വൈത് (@Advaidism) December 29, 2022
advertisement
সেখানেই ‘ফুটবল রাজা’কে শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন জনসাধারণ। ৩ জানুয়ারি সকালে পেলের মরদেহ নিয়ে ‘শেষযাত্রা’ হবে সান্তোসের রাস্তায়। কফিন বহন করে নিয়ে যাওয়া হবে কেলেস্তের সড়ক দিয়ে, যেখানে পেলের মা থাকেন। ১০০ বছর বয়সী পেলের মা শয্যাশায়ী। পেলেকে মেমোরিয়া নেকরোপোল একিউমেনিকা নামের সমাধিস্থলে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমাহিত করা হবে।
সমাহিত করার অনুষ্ঠানটিতে জনসাধারণের lপ্রবেশাধিকার থাকবে না। এরই মধ্যে পেলের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো। এই সময় দেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ক্লাব ফুটবলে সব দল খেলার আগে এক মিনিট নিরবতা পালন করবে।
Location :
First Published :
December 30, 2022 1:23 PM IST