পেলের জন্য চোখের জল ফেলছেন মেসি নেইমার ! শ্রদ্ধা জানালেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট

Last Updated:

Lionel Messi to Neymar along with former US President Barack Obama leads tribute to football king legend Pele. পেলের জন্য চোখের জল ফেলছেন নেইমার, মেসি! শ্রদ্ধা জানালেন মার্কিন প্রেসিডেন্ট

পেলের মৃত্যু কমিয়ে দিল ব্রাজিল আর্জেন্টিনা শত্রুতা
পেলের মৃত্যু কমিয়ে দিল ব্রাজিল আর্জেন্টিনা শত্রুতা
#রিও: দিনের শেষে ঘুমের দেশে, অথবা যখন পড়বে না মোর পায়ের চিহ্ন! এরকম অনেক গানের লাইন মানিয়ে যায় পেলের চলে যাওয়ার পর। একে একে সমবেদনা এবং ভালোবাসা আছড়ে পড়ল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে বর্তমান তারকা এমনকি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট কে নেই ফুটবল সম্রাটকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ছাড়ার জন্য। আসুন দেখে নেওয়া যাক কে কি লিখল।
নেইমার জুনিয়র
১০, শুধুই একটি নম্বর ছিল পেলের আগে। পেলের আগে ফুটবল শুধু একটি খেলা ছিল। তিনি ফুটবলকে শিল্প এবং বিনোদনে পরিণত করেছেন। তিনি দরিদ্র, কৃষ্ণাঙ্গদের আওয়াজ ওঠাতে সক্ষম করেছেন এবং ব্রাজিলীয়দের দৃশ্যমান করেছেন গোটা বিশ্বের কাছে। তিনি চলে গেছেন, কিন্তু তার জাদু থেকে যাবে। পেলে চিরকালীন।"
advertisement
View this post on Instagram

A post shared by NJ 🇧🇷 (@neymarjr)

advertisement
লিওনেল মেসি
তার আত্মার শান্তি কামনা করি। জানি না কি বলব। দিয়েগো মারাদোনার পর পেলেও চলে গেলেন। মানতে কষ্ট হচ্ছে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
আমার গভীর সমবেদনা সমগ্র ব্রাজিলের জন্য, বিশেষ করে এডসন আরান্তেস দো নাসিমেন্তোর (পেলে) পরিবারের জন্য। একটি সাধারণ "বিদায় বার্তা" কখনই সমগ্র ফুটবল বিশ্বের যন্ত্রণাকে বর্ণনা করতে পারবে না। লক্ষাধিক মানুষের কাছে তিনি অনুপ্রেরণা। অতীত বর্তমান এবং সর্বকালীন ক্ষেত্রেই তিনি প্রাসঙ্গিক।
advertisement
যে ভালবাসা তুমি আমায় দিয়েছ সেটা আমার জীবনে ফুটে উঠেছে প্রতিটি মুহূর্তেই, এমনকি আমরা দূরত্ব থেকেও যে মুহূর্তগুলি ভাগ করে নিয়েছি সেখানেও। তিনি অবিস্মরণীয় এবং তার স্মৃতি চিরকাল আমাদের ফুটবল প্রেমীদের মধ্যে থেকে যাবে। তোমার আত্মার শান্তি কামনা করি, সম্রাট পেলে।
থিয়াগো সিলভা
চিরকালের ফুটবলের রাজা, কিংবদন্তী , শান্তিতে ঘুমোও পেলে। তুমি ফুটবলের ইতিহাস বদলে দিয়েছ, তুমি যা দিয়ে গেছ সবসময় আমাদের হৃদয়ে থাকবে। সব কিছুর জন্য ধন্যবাদ।
advertisement
এরলিং হালান্ড
যা কিছুই তোমরা যে কোনোও খেলোয়াড়কে করতে দেখছ আজ পেলে সেটা প্ৰথম করেছিলেন। শান্তিতে ঘুমোও
বারাক ওবামা
পেলে এই সুন্দর খেলার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, বিশ্বের অন্যতম সবচেয়ে জনপ্ৰিয় ক্রীড়াবিদ, মানুষকে একজায়গায় আনতে খেলার ক্ষমতা তিনি বুঝেছিলেন, তার পরিবারের প্রতি ও যারা তাকে ভালোবাসে ও প্রশংসা করে প্রত্যেকের প্রতি আমার সমবেদনা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পেলের জন্য চোখের জল ফেলছেন মেসি নেইমার ! শ্রদ্ধা জানালেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement