Dharmendra : ধর্মেন্দ্র বলতেন, 'ও আমার ছেলে'! এমন কিংবদন্তি ক্রিকেটার, যাঁর সঙ্গে ধর্মেন্দ্রর সম্পর্ক বাবা আর সন্তানের মতো

Last Updated:

Dharmendra : ধর্মেন্দ্রর সঙ্গে ক্রিকেট দুনিয়ার একটি বিশেষ সম্পর্ক ছিল। তিনি এক ভারতীয় ক্রিকেটারকে নিজের ছেলের মতো স্নেহ করতেন।

News18
News18
মুম্বই : বলিউডের হি-ম্যান বলা হত তাঁকে। ৮৯ বছর বয়সে দুনিয়াকে বিদায় জানিয়েছেন। বলিউড অভিনেতা ধর্মেন্দ্র বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন।
১২ নভেম্বর তাঁকে হাসপাতাল থেকে ছাড় হয়েছিল। কিন্তু আজ অর্থাৎ ২৪ নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর দাপুটে স্টাইল ও গম্ভীর কণ্ঠের জন্য ধর্মেন্দ্র অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি অনেক সুপারহিট সিনেমা করেছেন, যেগুলো দেখে আজও মানুষের মন ভরে যায়— বিশেষ করে শোলে, প্রতিজ্ঞা, ধরমবীর ইত্যাদি। সংলাপ বলার দক্ষতায় তিনি প্রতিটি চরিত্রে প্রাণ ঢেলে দিতেন।
advertisement
এই মুহূর্তে আমরা ধর্মেন্দ্রকে ঘিরে একটি অনন্য ঘটনার কথা বলতে চলেছি। আসলে, ধর্মেন্দ্রর সঙ্গে ক্রিকেট দুনিয়ার একটি বিশেষ সম্পর্ক ছিল। তিনি এক ভারতীয় ক্রিকেটারকে নিজের ছেলের মতো স্নেহ করতেন।
advertisement
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র দেওলের ক্রিকেটের প্রতি বিশেষ টান ছিল। তিনি এই ক্রিকেটারকে নিজের ছেলের মতো মনে করতেন। সেই ক্রিকেটার ‘ক্রিকেটের ভগবান’ বলে পরিচিত সচিন তেন্ডুলকার। ধর্মেন্দ্র এক সাক্ষাৎকারে সচিন তেন্ডুলকারকে নিজের ছেলে বলে উল্লেখ করেছিলেন।
advertisement
ধর্মেন্দ্র এবং সচিন তেন্ডুলকার একবার ফ্লাইটে একসঙ্গে ট্র্যাভেল করেছিলেন। ওই সাক্ষাতের ছবি ধর্মেন্দ্র দেওল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছিলেন, “দেশের গর্ব… ফ্লাইটে হঠাৎ দেখা হয়ে গেল… সচিন সবসময়ই আমার স্নেহের ছেলে হয়ে থেকেছে… দীর্ঘায়ু হও সচিন… অনেক ভালবাসা।”
আরও পড়ুন- শ্রেয়স-প্রীতি জিন্টার এক ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া! মালকিনের সঙ্গে তারকা ক্রিকেটার
উল্লেখ্য, সচিন ভারতের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। তিনি ক্রিকেট জগতে যা দিয়ে গেছেন, তা হয়তো আর কেউ কখনও করতে পারবে না। সচিন সমগ্র ক্রিকেট বিশ্বের একমাত্র খেলোয়াড়, যিনি ১০০টি আন্তর্জাতিক শতকের নজির গড়েছেন। দীর্ঘ ২৪ বছরের ক্রিকেট জীবন শেষে ২০১৩ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৩৪,০০০-এরও বেশি রান করেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Dharmendra : ধর্মেন্দ্র বলতেন, 'ও আমার ছেলে'! এমন কিংবদন্তি ক্রিকেটার, যাঁর সঙ্গে ধর্মেন্দ্রর সম্পর্ক বাবা আর সন্তানের মতো
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement