বেঙ্গালুরু: একেই বোধহয় বলে লড়াকু ফুটবল। এরকম না হলে আর সেমিফাইনাল কিসের। আইএসএল সেমিফাইনালে এক দুর্দান্ত ম্যাচের সাক্ষী থাকলেন ভারতীয় ফুটবল প্রেমীরা। গ্রুপ পর্বে দুরন্ত পারফরম্যান্স করে শীর্ষে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল মুম্বই সিটি এফসি। অন্যদিকে, চতুর্থ স্থানে শেষ করেছিল বেঙ্গালুরু এফসি।
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্লে-অফ খেলেই সেমিফাইনালে উঠে আসতে হয়েছে তাদের। যদিও সেই প্লে-অফ ম্যাচ ছিল বিতর্কে ভরা। তবে মুম্বই সিটি এফসি–র বিরুদ্ধে বেঙ্গালুরু দুরন্ত পারফরম্যান্স প্রমাণ করে দিয়েছিল তাদের সেমিফাইনালে উঠে আসাটা ফ্লুক ছিল না। পরিবর্তে নামা সুনীল ছেত্রীর গোলে আইএসএলের প্রথম লেগের সেমিফাইনালে জয় তুলে নিয়েছিল বেঙ্গালুরু।
১০ মিনিট- গ্রেগ স্টুয়ার্টের পেনাল্টি থেকে নেওয়া শট বাঁচালেন গুরপ্রীত। তাঁর জন্যই পেনাল্টি হয়েছিল। তিনিই রক্ষা করলেন বেঙ্গালুরুকে।২২ মিনিট- নিজের দক্ষতার জাভির দুরন্ত গোল। তরুণ শিবাশক্তি ক্রস বাড়ান জাভিকে। দুরন্ত হেডারে বেঙ্গালুরুকে ১-০ এগিয়ে দিলেন জাভি। মুম্বই গোলরক্ষক লাচেনপা কিছুই করতে পারেননি।
বিপিনের গোলে ১-১ করল মুম্বই ৩০ মিনিট- ডান দিক থেকে আসা ক্রস সামলাতে পারেনি বেঙ্গালুরু। রাওলিনের শট গুরপ্রীত সেভ করেন কিন্তু ফিরতি শট ধরে গোল করে জড়ান বিপিন। ১-১ করে ফেলল মুম্বই। এরপর প্রথমার্ধের বাকি সময়টা লড়াই হল প্রবল। তবে আর গোল আসেনি। প্রত্যেকটা বলের জন্য দু'দলের ফুটবলাররা কেউ কাউকে জায়গা দিচ্ছিলেন না।
বেঙ্গালুরু জানত মুম্বইয়ের আসল প্লেমেকার গ্রেগ স্টুয়ার্টকে জায়গা দিলে চলবে না। তাই তাকে মার্কিং করে রাখছিলেন সন্দেশ। ৩৮ মিনিট- জাভিকে ফাউল করে মুর্তাদা ফল হলুদ কার্ড দেখলেন। ৬ মিনিট ইনজুরি টাইম দেওয়া হল প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে আক্রমণের চাপ বাড়াল মুম্বই।
৬৬ মিনিটে লিড নিল তারা। গোল গড়ে ২-২ হয়ে গেল। কর্নার থেকে হেডে দুর্দান্ত গোল মেহতাবের। এরপর অবশ্য এগিয়ে যেতে পারত বেঙ্গালুরু। জাভির শট বাঁচিয়ে দেন মুম্বইয়ের গোলরক্ষক। এরপর শিবশক্তির জায়গায় মাঠে আসেন সুনীল ছেত্রী। তবে নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচের ফলাফল না হওয়ায় ম্যাচ গড়াল অতিরিক্ত সময়। সেখানেও কেউ গোল করতে না পারায় খেলা গেলটাইব্রকারে। সেখানে ফলাফল পাঁচ পাঁচ থাকায় খেলা চলে গেল সাডেন ডেথে। সেখানে মুম্বাইয়ের মেহতাব মিস করায় এবং সন্দেশ শেষ শটে গোল করে ৯-৮ জিতল বেঙ্গালুরু। তারা পৌঁছে গেল ফাইনালে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Super League