সৌরভ-ঋদ্ধিকে তো চেনেন! বলুন তো, আর কোন বাঙালি ভারতীয় দলে খেলেছেন?

Last Updated:

Sourav Ganguly: সৌরভ-ঋদ্ধি ছাড়া আর কোন বাঙালি টিম ইন্ডিয়ায় খেলেছেন? জেনে নিন।

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়, ঋদ্ধিমান সাহাকে তো চেনেনে! জানেন কি, আর কোন কোন বাঙালি ভারতীয় ক্রিকেট দলে খেলেছেন!
ভারতে ক্রিকেটপ্রেমীর অভাব নেই। এদেশে ক্রিকেট যেন আলাদা এক ধর্ম। তবে ভারতীয় দলে বাঙালির সংখ্যা কিন্তু বরাবরই কম। ভারতীয় ক্রিকেটে অন্যতম সফল অধিনায়ক হিসেবে অমর হয়ে থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম।
ভারতীয় ক্রিকেটে সেরা উইকেটকিপারদের তালিকাতে নাম থাকবে ঋদ্ধিমান সাহার। তবে আরও বেশ কয়েকজন বাঙালি ক্রিকেটার রয়েছেন, যাঁরা লম্বা সময় ভারতীয় দলে না খেললেও তাঁদের নাম থাকবে।
advertisement
advertisement
আরও পড়ুন- সবার ওপরে সাকিব! বাংলাদেশ তারকার ধারে কাছে নেই ভারত, পাকিস্তানের কেউ
প্রায় ১৫০ কোটি জনসংখ্যার দেশে মেরেকেটে ১৫-২০ জন ভারতীয় স্কোয়াডে থাকার সুযোগ পান। তবে ভারতীয় দলে বাঙালি ক্রিকেটারের সংখ্যা নেহাতই হাতে গোণা থেকেছে বরাবর।
পঙ্কজ রায়- ভারতীয় দলের হয়ে ৪৩টি টেস্ট খেলেছেন তিনি। ১৯৫১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। সর্বোচ্চ ১৭৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
advertisement
শরদিন্দু মুখোপাধ্যায়- ভারতীয় দলের জার্সি গায়ে ৩টি ওয়ানডে খেলেছেন তিনি। ১৯৯০ সালে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। অলরাউন্ডার হিসেবে নামডাক ছিল তাঁর।
মনোজ তিওয়ারি- ভারতীয় দলের হয়ে ১২টি ওডিআই খেলছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০৮ সালে অভিষেক হয়েছিল তাঁর। ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।
advertisement
লক্ষ্মীরতন শুক্লা- ভারতীয় দলের হয়ে ৩টি ওয়ানডে খেলেছেন তিনি। ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। অলরাউন্ডার হিসেবে তিনি প্রশংসা কুড়িয়েছিলেন।
অশোক দিন্দা- ১৩টি ওডিআই ও ৯টি টি-২০ খেলেছেন তিনি ভারতীয় দলের হয়ে। ২০১০ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে অভিষেক হয়েছিল বাংলার এই পেসারের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সৌরভ-ঋদ্ধিকে তো চেনেন! বলুন তো, আর কোন বাঙালি ভারতীয় দলে খেলেছেন?
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement