Shakib Al Hasan: সবার ওপরে সাকিব! বাংলাদেশ তারকার ধারে কাছে নেই ভারত, পাকিস্তানের কেউ
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
নতুন আরেকটি ক্লাবের জন্ম দিয়েছেন সাকিব। যে ক্লাবে তিনি শুধু একাই
ঢাকা: বয়সটা তার কাছে শুধু একটা সংখা মাত্র। সাকিব আল হাসান অনেকটা ওয়াইনের মতো। যত বুড়ো হচ্ছেন, ততই যেন নিজেকে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন। আসলে রেকর্ড তৈরি করা সাকিবের কাছে এখন কোনও নতুন ব্যাপার নয়। ক্যারিয়ারের শুরু থেকেই এমন পারফরমেন্স করেছেন যাতে এই জায়গায় পৌঁছেছেন বাকিদের থেকে অনেক আগে। অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের কাছে রেকর্ড তো ডালভাত সেই কবে থেকেই।
মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আরও একটি অনন্য মাইলফলক ছুঁলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এই ম্যাচে মাঠে নামার আগে নতুন মাইলফলক ছুঁতে ২৯ রান দরকার ছিল সাকিবের। কী সেই মাইলফলক? আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৪ হাজার রান। সাকিব ৩৯ রান করেছেন। ফলে ঢুকে পড়েছেন তিন ফরম্যাট মিলিয়ে ১৪ হাজার রানের ক্লাবে।
advertisement
অন্যদিকে সাকিব তো বল হাতে তিন ফরম্যাট মিলিয়ে ৬০০ উইকেট নিয়েছেন সেই কবে! এখন তার নামের পাশে ৬৭৪ উইকেট। এতে করে নতুন আরেকটি ক্লাবের জন্ম দিয়েছেন সাকিব। যে ক্লাবে তিনি শুধু একাই। তিন ফরম্যাটে ১৪ হাজার রানের সঙ্গে ৬০০ উইকেট পাওয়া বিশ্বের একমাত্র অলরাউন্ডার সাকিব।
advertisement
During the 3rd ODI against Afghanistan, Shakib Al Hasan reached the milestone of 14000 international runs.#ShakibAlHasan #BangladeshCricketTeam #afghanistancricketteam #BDvsAFG #odicricket #TBSSports pic.twitter.com/aoifdPjvFF
— The Business Standard (@tbsnewsdotnet) July 11, 2023
advertisement
এবারই অবশ্য প্রথম নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ন্যূনতম ১২ ও ১৩ হাজার রান ও ৬০০ উইকেট- এ দুটি ক্লাবেও সাকিবের সঙ্গে আগে কেউ ছিল না। সাকিব নিজে অবশ্য রেকর্ড নিয়ে মাথা ঘামাতে চান না। বাংলাদেশ তারকার একমাত্র লক্ষ্য প্রথমে এশিয়া কাপ এবং তারপর ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করা। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 1:28 PM IST