Shakib Al Hasan: সবার ওপরে সাকিব! বাংলাদেশ তারকার ধারে কাছে নেই ভারত, পাকিস্তানের কেউ

Last Updated:

নতুন আরেকটি ক্লাবের জন্ম দিয়েছেন সাকিব। যে ক্লাবে তিনি শুধু একাই

সাকিবের নতুন রেকর্ডে তোলপাড় ক্রিকেট বিশ্ব
সাকিবের নতুন রেকর্ডে তোলপাড় ক্রিকেট বিশ্ব
ঢাকা: বয়সটা তার কাছে শুধু একটা সংখা মাত্র। সাকিব আল হাসান অনেকটা ওয়াইনের মতো। যত বুড়ো হচ্ছেন, ততই যেন নিজেকে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন। আসলে রেকর্ড তৈরি করা সাকিবের কাছে এখন কোনও নতুন ব্যাপার নয়। ক্যারিয়ারের শুরু থেকেই এমন পারফরমেন্স করেছেন যাতে এই জায়গায় পৌঁছেছেন বাকিদের থেকে অনেক আগে। অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের কাছে রেকর্ড তো ডালভাত সেই কবে থেকেই।
মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আরও একটি অনন্য মাইলফলক ছুঁলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এই ম্যাচে মাঠে নামার আগে নতুন মাইলফলক ছুঁতে ২৯ রান দরকার ছিল সাকিবের। কী সেই মাইলফলক? আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৪ হাজার রান। সাকিব ৩৯ রান করেছেন। ফলে ঢুকে পড়েছেন তিন ফরম্যাট মিলিয়ে ১৪ হাজার রানের ক্লাবে।
advertisement
অন্যদিকে সাকিব তো বল হাতে তিন ফরম্যাট মিলিয়ে ৬০০ উইকেট নিয়েছেন সেই কবে! এখন তার নামের পাশে ৬৭৪ উইকেট। এতে করে নতুন আরেকটি ক্লাবের জন্ম দিয়েছেন সাকিব। যে ক্লাবে তিনি শুধু একাই। তিন ফরম্যাটে ১৪ হাজার রানের সঙ্গে ৬০০ উইকেট পাওয়া বিশ্বের একমাত্র অলরাউন্ডার সাকিব।
advertisement
advertisement
এবারই অবশ্য প্রথম নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ন্যূনতম ১২ ও ১৩ হাজার রান ও ৬০০ উইকেট- এ দুটি ক্লাবেও সাকিবের সঙ্গে আগে কেউ ছিল না। সাকিব নিজে অবশ্য রেকর্ড নিয়ে মাথা ঘামাতে চান না। বাংলাদেশ তারকার একমাত্র লক্ষ্য প্রথমে এশিয়া কাপ এবং তারপর ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করা। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shakib Al Hasan: সবার ওপরে সাকিব! বাংলাদেশ তারকার ধারে কাছে নেই ভারত, পাকিস্তানের কেউ
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement