Lionel Messi: মেসির চিহ্ন রাখতে চায় না বার্সেলোনা! ভেঙে ফেলা হল লিওর বেড়ে ওঠার স্টেডিয়াম

Last Updated:

মেসির চিহ্ন রাখতে চায় না বার্সেলোনা! ভেঙে ফেলা হল লিওর বেড়ে ওঠার স্টেডিয়াম

মেসির চিহ্ন মুছে ফেলল বার্সেলোনা
মেসির চিহ্ন মুছে ফেলল বার্সেলোনা
বার্সেলোনা: লিওনেল মেসির কোনও চিহ্ন আর রাখতে চায় না বার্সেলোনা। ভেঙে ফেলা হচ্ছে তার বেড়ে ওঠার স্টেডিয়াম। যে মাঠে প্রথমবার বিশ্ব থমকে গিয়েছিল বিস্ময় বালককে দেখে সেই স্টেডিয়াম আজ আর নেই। খবরটা শুনে মেসির মন খারাপ হয়েছে বটেই। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যু ভেঙে ফেলা হচ্ছে। স্পেনের যে ক্লাবের মাঠে লিও মেসি বড় হয়ে উঠেছেন, সেখানকার ছবি দেখে অনেক সমর্থকই হতাশ। কিন্তু এই মাঠ ভেঙে ফেলা হচ্ছে নতুন করে তৈরি করা হবে বলে।
২০২৬ সালের মার্চের মধ্যে নতুন স্টেডিয়াম তৈরি হয়ে যাবে। তত দিন পর্যন্ত বার্সেলোনা খেলবে মনটুইকে। সমাজমাধ্যমে ক্যাম্প ন্যু ভেঙে ফেলার ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে স্টেডিয়ামের বিভিন্ন অংশ ভেঙে ফেলা হচ্ছে। বার্সেলোনার মাঠটিকে এখন চেনাই দায়। ক্লাবের তরফে বলা হয়েছে, ২০২৬ সালের মধ্যে মাঠ তৈরি হয়ে যাবে।
advertisement
advertisement
১০০০ দিনের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হবে। তার পর সমর্থক, সদস্য সকলে মিলে আনন্দ করে খেলা দেখা যাবে। নতুন স্টেডিয়ামে সব সুবিধা পাওয়া যাবে তখন। নতুন করে সাজানো হবে। ক্যাম্প ন্যু তৈরি হয়েছিল ১৯৫৭ সালে। প্রায় এক লক্ষ দর্শক ধরত এই মাঠে। ২০২৬ সালে আরও বড় স্টেডিয়াম তৈরি হবে। তাতে দর্শক সংখ্যা আরও বাড়তে পারে।
advertisement
মেসির কানেও খবরটা পৌঁছেছে। তারও নিশ্চয়ই মন খারাপ হয়েছে। তবে লিও এখন আর বার্সেলোনার কেউ নন। তিনি খেলবেন আমেরিকার ইন্টার মায়ামিতে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ছুটি কাটিয়ে মেসি আসবেন আমেরিকায়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi: মেসির চিহ্ন রাখতে চায় না বার্সেলোনা! ভেঙে ফেলা হল লিওর বেড়ে ওঠার স্টেডিয়াম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement