Lionel Messi: মেসির চিহ্ন রাখতে চায় না বার্সেলোনা! ভেঙে ফেলা হল লিওর বেড়ে ওঠার স্টেডিয়াম
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মেসির চিহ্ন রাখতে চায় না বার্সেলোনা! ভেঙে ফেলা হল লিওর বেড়ে ওঠার স্টেডিয়াম
বার্সেলোনা: লিওনেল মেসির কোনও চিহ্ন আর রাখতে চায় না বার্সেলোনা। ভেঙে ফেলা হচ্ছে তার বেড়ে ওঠার স্টেডিয়াম। যে মাঠে প্রথমবার বিশ্ব থমকে গিয়েছিল বিস্ময় বালককে দেখে সেই স্টেডিয়াম আজ আর নেই। খবরটা শুনে মেসির মন খারাপ হয়েছে বটেই। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যু ভেঙে ফেলা হচ্ছে। স্পেনের যে ক্লাবের মাঠে লিও মেসি বড় হয়ে উঠেছেন, সেখানকার ছবি দেখে অনেক সমর্থকই হতাশ। কিন্তু এই মাঠ ভেঙে ফেলা হচ্ছে নতুন করে তৈরি করা হবে বলে।
২০২৬ সালের মার্চের মধ্যে নতুন স্টেডিয়াম তৈরি হয়ে যাবে। তত দিন পর্যন্ত বার্সেলোনা খেলবে মনটুইকে। সমাজমাধ্যমে ক্যাম্প ন্যু ভেঙে ফেলার ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে স্টেডিয়ামের বিভিন্ন অংশ ভেঙে ফেলা হচ্ছে। বার্সেলোনার মাঠটিকে এখন চেনাই দায়। ক্লাবের তরফে বলা হয়েছে, ২০২৬ সালের মধ্যে মাঠ তৈরি হয়ে যাবে।
Barcelona’s iconic home looks totally unrecognisable as work on revamping the Nou Camp continues.
The Spanish giants are pressing ahead with plans to modernise their stadium.
See video of the walls of the ground being torn down to rubble below; pic.twitter.com/2lc5pNdqET
— Futball News (@FutballNews_) July 11, 2023
advertisement
advertisement
১০০০ দিনের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হবে। তার পর সমর্থক, সদস্য সকলে মিলে আনন্দ করে খেলা দেখা যাবে। নতুন স্টেডিয়ামে সব সুবিধা পাওয়া যাবে তখন। নতুন করে সাজানো হবে। ক্যাম্প ন্যু তৈরি হয়েছিল ১৯৫৭ সালে। প্রায় এক লক্ষ দর্শক ধরত এই মাঠে। ২০২৬ সালে আরও বড় স্টেডিয়াম তৈরি হবে। তাতে দর্শক সংখ্যা আরও বাড়তে পারে।
advertisement
মেসির কানেও খবরটা পৌঁছেছে। তারও নিশ্চয়ই মন খারাপ হয়েছে। তবে লিও এখন আর বার্সেলোনার কেউ নন। তিনি খেলবেন আমেরিকার ইন্টার মায়ামিতে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ছুটি কাটিয়ে মেসি আসবেন আমেরিকায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 12:34 PM IST