লজ্জার চূড়ান্ত নিদর্শন! ফুটবলে জাতীয় চ্যাম্পিয়ন বাংলা দলকে ফিরতে হল ট্রেনে

Last Updated:

Bengal football team returns from Ahmedabad in train over 2 days journey. চ্যাম্পিয়ন বাংলা দলকে ট্রেনে ফেরালেন অকর্মন্য কর্তারা

বাংলাকে চ্যাম্পিয়ন করে ফুটবলারদের ভাগ্যে চরম কষ্ট
বাংলাকে চ্যাম্পিয়ন করে ফুটবলারদের ভাগ্যে চরম কষ্ট
#আমেদাবাদ: কয়েকদিন আগে যখন দুর্গাপূজা চলছিল সারা বাংলায়, তখন তারা ব্যস্ত ছিলেন রাজ্যের হয়ে নিজেদের নিংড়ে দিতে। আমেদাবাদে বাংলার দামাল ছেলেরা জাতীয় গেমসে রাজ্যকে গর্বিত করেছিল। প্রতিশোধ নিয়েছিল কেরলের থেকে। কিন্তু তার প্রতিদান এরকম হবে কে জানত? বলতেও লজ্জা লাগে, লিখতেও তাই। কোথায় গর্বের সঙ্গে সোনার পদক ঝুলিয়ে ফিরবেন। না, মাথা হেঁট করে বলতে হচ্ছে, ট্রেনে করে ফিরছি।
আরও পড়ুন - বিশ্বকাপের সেরা চারটি দল বেছে নিলেন ওয়াসিম আক্রম! অদ্ভুতভাবে বাইরে রাখলেন অন্যতম ফেভারিটদের
ফুটবলারদের হাতে যতটুকু ছিল, সেখানে লেটার মার্কস নিয়ে পাশ করেছেন তাঁরা। কেরলের মতো দলকে ফাইনালে ৫-০ হারিয়ে সোনা জিতেছেন। সেই কেরল যাদের কাছে সন্তোষ ট্রফির ফাইনালে হেরেছিল বাংলা। জাতীয় গেমসে সার্ভিসেসের মতো শক্তিশালী দলকে হারিয়েছে। আর যেখানে কর্তাদের সামান্য পরীক্ষা দেওয়ার ছিল, সেখানে তাঁরা ডাহা ফেল।
advertisement
ফুটবলারেরা ট্রেনে করে দু’রাতের উপরে যাত্রা করে ফিরছেন। অথচ, চ্যাম্পিয়ন হওয়ার পরে আইএফএ থেকে যে সব কর্তারা গিয়েছিলেন গৌরবের মূহূর্তের ভাগীদার হতে, ছবি তোলার জন্য পোজ় দিতে, কৃতিত্বের অংশীদার হতে, তাঁরা প্রত্যেকে ফিরে এসেছেন ফ্লাইট ধরেই।
advertisement
advertisement
কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যও ফিরে এসেছেন বিমান ধরে। যে যাঁর নিজেদের আরাম খুঁজে নিয়েছেন, অবহেলিত হয়ে পড়ে থাকলেন ফুটবলারেরা। নিজের রাজ্যের ফুটবলারদের প্রতি কর্তাদের লজ্জাজনক আচরণই বলে দিচ্ছে বঙ্গ ফুটবল আজ কেন এত দীন!আমদাবাদ থেকে ট্রেন যাত্রা মানে আরও বেশি ধকলের। দু’রাতের উপরে ট্রেনে থাকতে হবে।
অমিত চক্রবর্তী, নরহরি, রবি হাঁসদা - এই নামগুলো যখন বাংলাকে গর্বিত করেছে জাতীয় স্তরে, তখন বাংলার ফুটবল কর্তাদের সামান্যতম দায়িত্ববোধ কোথায়? তারা নাকি জানিয়েছেন বিমান ভাড়ার খরচ বাঁচিয়ে সেই টাকা ভাগ করে দেওয়া হবে ফুটবলারদের মধ্যে। প্রত্যেকেই অত্যন্ত মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা।
advertisement
ফুটবল যাদের ধ্যান জ্ঞান এবং লড়াইয়ের অস্ত্র, তাদের এই অপমান প্রাপ্য ছিল কী ? হয়তো এরপর দোষ ঢাকার জন্য ভালো হোটেলে ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে। কিন্তু তাদের সামান্যতম স্বার্থের কথা না ভাবাটা যে চরম অন্যায় সেই দায় এড়াতে পারেন না বাংলার ফুটবল কর্তারা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
লজ্জার চূড়ান্ত নিদর্শন! ফুটবলে জাতীয় চ্যাম্পিয়ন বাংলা দলকে ফিরতে হল ট্রেনে
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement