ওড়িশা ম্যাচের আগে বিস্ফোরক মনোজ তিওয়ারি, সিএবি কর্তাদের কাঠগড়ায় তুললেন অধিনায়ক
- Published by:Sudip Paul
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
মঙ্গলবার থেকে ইডেনে ওড়িশার বিরুদ্ধে রঞ্জি ট্রফির গ্রুপের শেষ ম্যাচে নামার আগে সিএবি কর্তাদের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুললেন অধিনায়ক মনোজ। রীতিমত বিস্ফোরক মন্তব্য অধিনায়কের। কাঠগোড়ায় বঙ্গ ক্রিকেটের শীর্ষ কর্তারা।
কলকাতা: বিস্ফোরক মনোজ তিওয়ারি। রঞ্জি ট্রফির শেষ ম্যাচে নামার আগে সিএবি কর্তাদের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুললেন অধিনায়ক মনোজ। রীতিমত বিস্ফোরক মন্তব্য অধিনায়কের। বঙ্গ অধিনায়ক বলেন, "ম্যাচের আগে সেভাবে অনুশীলন করতে পারলাম না। প্র্যাকটিস উইকেটে খুশিমতো প্রচুর জল দেওয়া হয়েছে। আন্ডার প্রিপেয়ার্ড উইকেট। কেন এরকম ঘরের মাঠে প্র্যাকটিস উইকেট পাব?"
অসন্তুষ্ট মনোজ তিওয়ারি আরও বলেন, "ম্যাচের আগে এই উইকেটে অনুশীলন করে মনবল অনেকটাই ভেঙে দিয়েছে। আমরা হয়তো এই ম্যাচে ভালো খেলতে পারবো না। মনোবল এতটাই ভেঙে গেছে ব্যাটসম্যানরা সবাই অখুশি।" মনোজ অভিযোগ করেন প্র্যাকটিস করতে গিয়ে আকাশদীপের তলপেটে চোট লেগেছে। নেট বোলারের বল আচমকা লাফিয়ে উঠে যায়। পিচে কোনরকম বাউন্স এর ঠিক ছিল না।
advertisement
সিএবি সঙ্গে এই বিষয়ে কথা বলবেন কিনা প্রশ্নের উত্তরে মনোজ বলেন, "প্রেসিডেন্টের সঙ্গে এ ব্যাপারে কথা বলব। আমরা যদি ঘরের মাঠে ঠিকঠাক প্র্যাকটিস উইকেট না পায় তাহলে তো প্রচন্ড অসুবিধায় পড়তে হবে। ভালো খেলার পাশাপাশি এই সব ছোটখাটো বিষয়গুলিও চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে ম্যাটার করে।" শুধু প্র্যাকটিস নয় ম্যাচের যে প্রধান উইকেটে খেলা হবে সেটা নিয়েও অভিযোগ করেন বাংলার অধিনায়ক। বঙ্গ অধিনায়ক বলেন, "ম্যাচ উইকেটে প্রচুর জল দিয়েছে, ফলে যথা সময়ে খেলা শুরু হবে কিনা তা নিয়ে সন্দেহ। কেন এরকম জল দিয়েছে সেটা বুঝতে পারছি না। উইকেট আন্ডার প্রিপেয়ার্ড হতে পারে। যার যেটা দায়িত্ব তার, সেটা ঠিকভাবে করা উচিত।"
advertisement
advertisement
ইতিমধ্যে রঞ্জির কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলা। ওড়িশার বিরুদ্ধে ১ পয়েন্ট পেলেই গ্রুপ টপ করবে বাংলা। তবে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বঙ্গ ব্রিগেড। দেশের হয়ে খেলতে যাওয়ার জন্য এই ম্যাচে নেই শাহাবাজ আহমেদ ও মুকেশ কুমার। পরিবর্তে কে খেলবেন জানতে চাওয়া হলে মনোজ বলেন, "আকাশ ঘটক না প্রদীপ্ত প্রামানিক কাকে খেলাবো এটা এখনও ঠিক করিনি। মঙ্গলবার খেলা শুরু আগে অর্থাৎ সকালে উইকেট দেখে ঠিক করব।"
advertisement
আরও পড়ুনঃ মুম্বই যাওয়ার আগে এক্সক্লুসিভ সাক্ষাৎকার, বায়োপিক নিয়ে নতুন তথ্য দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
অনুশীলনে ব্যাঘাত ঘটায় এতটাই বিরক্ত মনোজ স্পষ্ট বলে দেন, "ঘরের মাঠে যদি এইটুকু সুবিধা না পাই তাহলে ঘরের মাঠে খেলে কি লাভ।" তবে শেষ মুহূর্তের খবর, অলরাউন্ডার হিসেবে এই ম্যাচে অভিষেক হতে পারে আকাশ ঘটকের। প্রীতম চক্রবর্তী না গীত পুরি এই দুজনের মধ্যে কাকে খেলাবে তা নিয়ে দ্বিধায় টিম মানেজমেন্ট। প্রদীপ্ত প্রামানিকেরও কথা ভাবা হচ্ছে। শেষ আট নিশ্চিত হয়ে গেলেও এখনই কোয়াটার ফাইনাল নিয়ে ভাবতে নারাজ বাংলা ক্রিকেট দল। উইকেট নিয়ে ক্ষোভের পাশাপাশি বাংলার চিন্তা কোচের জ্বর নিয়ে। ভাইরাল ফিভারে আক্রান্ত বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 11:57 PM IST