বড় ধাক্কা খেল চেন্নাই, তারকা ক্রিকেটার খেলবেন না আইপিএলে, চাপে CSK
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ben Stokes: আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের তারকা ক্রিকেটার।
চেন্নাই: ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক, অলরাউন্ডার বেন স্টোকস আইপিএল ২০২৪ থেকে নাম তুলে নিলেন।
৩২ বছর বয়সী স্টোকস আইপিএলে অন্যতম সফল ক্রিকেটার। তিনি চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে খেলছিলেন। সম্প্রতি ২০২৩ ওডিআই বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন তিনি। বিশ্বকাপে খেলবেন বলে তিনি অবসর থেকে ফিরেছিলেন।
৩২ বছর বয়সী তারকা অলরাউন্ডার বেন স্টোকস আইপিএল ২০২৪ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আচমকাই। চেন্নাই সুপার কিংস এক প্রেস বিজ্ঞপ্তিতে সমর্থকদের সেই কথা জানিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- নেই ভক্ত,ফুল,বাদ্য! শূন্য বিমানবন্দরে নিঃশব্দ প্রত্যাবর্তন বিশ্বকাপজয়ী অধিনায়কের
নিজের কাজের চাপ সামলানোর জন্য এবং ফিটনেস ফিরে পেতে এই সিদ্ধান্ত নিয়েছেন বেন স্টোকস। আইপিএলের আগে তাদের ভারতে একটি পাঁচ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে হবে। তার পর ২০২৪ জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে হবে। এমন পরিস্থিতিতে সব দিক ভেবে এমন বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
advertisement
হাঁটুর চোট থেকে সেরে উঠতে অপারেশন করাবেন বেন স্টোকস। সম্প্রতি ইংল্যান্ডের হয়ে ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে বিশ্বকাপে অংশ নেন তিনি। স্টোকসের হাঁটুর অপারেশন করা হবে। ২৪ জানুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের জন্য ফিট হতে চান স্টোকস।
আরও পড়ুন- Team India New Coach: সরছেন রাহুল দ্রাবিড়! ঠিক হয়ে গেল টিম ইন্ডিয়ার নতুন কোচ
চেন্নাই নিলামে বেন স্টোকসকে ১৬.২৫ কোটি টাকায় দলে নিয়েছিল। আইপিএল ২০২৪-এর মিনি নিলাম আগামী মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে। চেন্নাই সুপার কিংস স্টোকসকে ছেড়ে দেবে। তাঁর জায়গায় অন্য কোনও বিদেশী খেলোয়াড়কে বিড করবে তারা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 23, 2023 5:48 PM IST