Pat Cummins' Silent Homecoming: নেই ভক্ত, ফুলের মালা, ঢোলবাদ্যি! শূন্য সিডনি বিমানবন্দরে নিঃশব্দ প্রত্যাবর্তন বিশ্বকাপজয়ী প্যাট কামিন্সের

Last Updated:

ICC Mens' Cricket World Cup 2023: কোথায় ভক্ত, অনুগামী। একটা ট্রলিতে ঢাউস ৭-৮টা ব্যাগ ঠেলতে ঠেলতে একাই হেঁটে গেলেন বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক।

দেশে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স
দেশে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স
হাতে বিশ্বকাপ। বিমানবন্দরে পা রেখেছেন অধিনায়ক। তিল ধারণের জায়গা নেই। ঢোল-নাকাড়া বাজছে। ভক্তদের উচ্ছ্বাস, হইহই, ফুলবৃষ্টি। বিমানবন্দর থেকে বেরনো দায়। ভারতে তো এমনটাই হয়। ২০১১-এর বিশ্বকাপ জয়ের পর স্তব্ধ হয়ে গিয়েছিল মুম্বই। হুডখোলা গাড়িতে ঘুরেছিল ভারতীয় দল।
২০২৩-এ বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। দেশে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু কোথায় ভক্ত, অনুগামী! একটা ট্রলিতে ঢাউস ৭-৮টা ব্যাগ ঠেলতে ঠেলতে একাই হেঁটে গেলেন বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক। ভিড় নেই, তাসা পার্টি নেই, হইহুল্লোড় নেই।
বিমানবন্দরে গুটিকয় লোক। তাঁরা ফিরেও তাকালেন না। সংবাদমাধ্যমের হাতে গোনা কয়েকজন ফটোগ্রাফার ছিলেন বটে। কিন্তু তাঁদেরও খুব একটা উৎসাহ ছিল বলে মনে হল না। মুচকি হাসি হেসে বেরিয়ে গেলেন কামিন্স। এই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
দেশের জন্য ষষ্ঠবার বিশ্বকাপ জিতেছে টিম। একজন ক্রিকেট অনুরাগীরও দেখা পাওয়া যাবে না! একজন নয়? না, সত্যি একজনও ছিলেন না, যিনি বিশ্বকাপজয়ী দলের জন্য গলা ফাটাবেন, দলের জয়ে উল্লাস করবেন। এই ভিডিও দেখে ভারতীয় ক্রিকেট ফ্যানেদের চোখ কপালে। দেদার কমেন্ট করেছেন তাঁরা।
advertisement
এক অনুরাগী লিখেছেন, ‘আমাদের এখানে জেসিবিতে মাটি কাটা দেখতে এর থেকে বেশি লোক দাঁড়িয়ে যায়। এ তো বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক’। আর একজন ইউজারের সরস মন্তব্য, ‘আমাদের অফিসের চায়ের স্টলে এর থেকে বেশি লোক থাকে, যখনই যাও না কেন’।
কেউ কেউ অস্ট্রেলিয়াকে খোঁচা দিতেও ছাড়েননি। লিখেছেন, ‘ইনি প্যাট কামিন্স। বিমানবন্দরে নেমেছেন। তবে মনে হচ্ছে অস্ট্রেলিয়ায় ক্রিকেট বিশ্বকাপ দেখানো হয়নি’। এর জবাবে একজন আবার লিখেছেন, ‘যে কোনও ভারতীয় তরুণ বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরলে এর থেকে বেশি ভিড় হত’।
advertisement
বিশ্বকাপের ফাইনালে হারের পর ভগ্নহৃদয়ে ভারতীয় ভক্তরা একটা কথা বলেই সান্ত্বনা খুঁজছিল, অস্ট্রেলিয়রা এই জয় বেশিদিন মনে রাখবে না। দেখা গেল বেশিদিন তো দূরের কথা, পাঁচদিনও মনে রাখেনি। এক ক্রিকেট অনুরাগী লিখেছেন, ‘অস্ট্রেলিয়া বোধহয় ভুলে গিয়েছে, তারা ৫ দিন আগেই বিশ্বকাপ জিতেছে’।
বিশ্বকাপ জয় যেন অস্ট্রেলিয়ানদের অভ্যাস। এতে আর কোনও উত্তেজনা নেই। তাঁদের কাছে এটা আরও একটা দিন মাত্র। ভারতে ক্রিকেট একটা ধর্ম। অস্ট্রেলিয়ায় নয়।
advertisement
(আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F)
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Pat Cummins' Silent Homecoming: নেই ভক্ত, ফুলের মালা, ঢোলবাদ্যি! শূন্য সিডনি বিমানবন্দরে নিঃশব্দ প্রত্যাবর্তন বিশ্বকাপজয়ী প্যাট কামিন্সের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement