Ashes Ben Stokes no ball: বুঝুন কাণ্ড! ১৪টি নো বল করলেন বেন স্টোকস, ধরা পড়লেন মাত্র দুবার

Last Updated:

Ben Stokes no ball drama at the Ashes. অ্যাশেজে বেন স্টোকসের নো বল নিয়ে নতুন নাটক। ফিল্ড আম্পায়ার ছিলেন পল রাইফেল এবং রড টাকার। টিভি আম্পায়ার হিসেবে আছেন পল উইলসন।

অ্যাশেজে বেন স্টোকসের নো বল নিয়ে নতুন নাটক
অ্যাশেজে বেন স্টোকসের নো বল নিয়ে নতুন নাটক
সেখানে টেস্টে, তাও এক সেশনেই কোনো বোলার ১৪ বার (Ben Stokes no ball in Ashes) ‘ওভারস্টেপ’–এর ‘অপরাধ’ করলে এবং বেশির ভাগ ক্ষেত্রেই সেসব ডেলিভারি যদি আম্পায়ারদের চোখ এড়িয়ে যায়, তাহলে তো সেটা ভয়ংকর ব্যাপারই। চলতি অ্যাশেজ সিরিজের ব্রিসবেন টেস্টে আজ দ্বিতীয় দিনে এমন ঘটনা ধরা পড়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘চ্যানেল সেভেন’ (Channel 7)-এর ক্যামেরায়।
advertisement
advertisement
গুরুতর কারিগরি ত্রুটি হিসেবে দেখা হচ্ছে বিষয়টিকে। এ নিয়ে শুরু হয়েছে বিতর্কও। চ্যানেল সেভেনের প্রতিবেদনে বলা হয়, ‘স্টোকসের প্রথম ৫ ওভারে ১৪ বার “ওভারস্টেপের” (14 no balls) ঘটনাটি ধরেছেন চ্যানেল সেভেনের ট্রেন্ট কোপল্যান্ড।’ এর মধ্যে দুটি ডেলিভারি ‘নো বল’ ধরেছেন আম্পায়ার। ওয়ার্নার ১৭ রানে ব্যাট করার সময় টেস্ট ক্রিকেটে ফেরার পর প্রথমবারের মতো বোলিংয়ে আসেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস।
advertisement
চতুর্থ ডেলিভারিতে ওয়ার্নারকে বোল্ড করলেও টিভি রিপ্লেতে দেখা যায় ডেলিভারিটি ‘নো বল’ ছিল। এর বাইরে স্টোকসের আরেকটি অবৈধ ডেলিভারি ‘নো বল’ হিসেবে ধরতে পেরেছেন আম্পায়ার। অস্ট্রেলিয়ান ওপেনারকে তখন বেশ খেপে যেতেও দেখা গেছে। কিছুক্ষণ পরই চ্যানেল সেভেনের ভিডিওতে দেখা যায়, ওই ওভারে স্টোকসের আগের তিনটি ডেলিভারিই ‘নো বল’ ছিল।
advertisement
প্রতিবারই ‘ওভারস্টেপ’ করেন ইংল্যান্ড তারকা। কিন্তু একটিও আম্পায়ার কিংবা টিভিপ্রযুক্তি ধরতে পারেনি! বেশ কিছুক্ষণ পর সেভেনের ভিডিওতে দেখানো হয়, স্টোকস প্রথম সেশনে এমন ১৪টি ‘ওভারস্টেপ’ ডেলিভারি করেছেন, যার প্রতিটিতে তিনি বোলিং ক্রিজের দাগ পেরিয়ে গেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia) এরপর হঠাৎ করেই জানায়, টেস্ট ম্যাচ শুরুর আগে থেকেই আইসিসির লাইভ রিভিউ প্রযুক্তি (ICC Live Review system) ঠিকমতো কাজ করেনি।
advertisement
ব্রিসবেন টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার বোলারদের ‘নো বল’ ধরা পড়েনি। তবে এর মানে এই নয় যে অস্ট্রেলিয়ার বোলাররা নো বল করেছিলেন ঠিকই, প্রযুক্তির ব্যর্থতায় তা ধরা পড়েনি। কামিন্স-স্টার্করা নো না–ও করতে পারেন। কিন্তু আজ এক বোলারেরই ১২টি ডেলিভারি চোখ এড়িয়ে যাওয়ার পর ‘নো বল’ ছাড়া প্রথম দিন নিয়ে ভ্রুকুটি জাগতেই পারে।
advertisement
অ্যাশেজের মত ক্রিকেটের বড় আসরে এরকম ভুল ক্ষমার অযোগ্য। রিকি পন্টিং (Ricky Ponting) থেকে শুরু করে ম্যাথু হেডেনের মত প্রাক্তন ক্রিকেটাররা প্রশ্ন তুলেছেন আম্পায়ারিং এর মান নিয়ে। ফিল্ড আম্পায়ার ছিলেন পল রাইফেল (Paul Rifle) এবং রড টাকার। টিভি আম্পায়ার হিসেবে আছেন পল উইলসন। তবে একটা ব্যাপার নিশ্চিত। আজ এই ভুল ধরা পড়ায়, তৃতীয় দিন থেকে সতর্ক হয়ে যাবেন ফিল্ড এবং টিভি আম্পায়াররা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ashes Ben Stokes no ball: বুঝুন কাণ্ড! ১৪টি নো বল করলেন বেন স্টোকস, ধরা পড়লেন মাত্র দুবার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement