Gautam Gambhir : 'চাকরি' যাচ্ছে গৌতম গম্ভীরের! বড়সড় দাবি মহাতারকার, এমন কারণ আগে দেখেনি ভারতীয় ক্রিকেট

Last Updated:

Gautam Gambhir- ভারতীয় দলের কোচ হিসেবে তাঁর ঝুলিতে সাফল্য তেমন কিছু নেই। গৌতম গম্ভীর হয়তো কয়েকদিনেই বুঝে গিয়েছেন, আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেট আলাদা।

News18
News18
মুম্বই : ভারতীয় দলের কোচ হিসেবে তাঁর ঝুলিতে সাফল্য তেমন কিছু নেই। গৌতম গম্ভীর হয়তো কয়েকদিনেই বুঝে গিয়েছেন, আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেট আলাদা। সম্প্রতি ইংল্যান্ডে শেষ হওয়া টেস্ট সিরিজে ভারতীয় দল সিরিজ ২-২ তে ড্র করেছে। লিডস থেকে ওভাল পর্যন্ত প্লেয়িং ইলেভেন নিয়ে অনেক আলোচনা হয়েছে। ঠিক তেমন বারবার ফোকাসে এসেছে গম্ভীরের একের পর এক সিদ্ধান্ত।
নিউজ ১৮ হিন্দি-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রাক্তন নির্বাচক সাবা করিম বলেছেন, আমরা আমাদের ভুলের কারণে সিরিজ জিততে পারিনি। এই রকম ভুল গত বছর থেকেই হয়ে আসছে।
সাবা করিম মনে করেন, এখন সময় এসেছে লাল বল (টেস্ট) এবং সাদা বল (ওয়ানডে ও টি-২০) ফরম্যাটের কোচিংয়ের দায়িত্ব আলাদা করে দেওয়ার। তাঁর মতে, গৌতম গম্ভীরের সাদা বল ফরম্যাটে দুর্দান্ত রেকর্ড রয়েছে। ও সেটার দায়িত্ব নিতে পারে। কিন্তু লাল বলের জন্য নতুন কোচ নির্বাচন করা উচিত।
advertisement
advertisement
এটা অস্বীকার করা যায় না, গৌতম গম্ভীর যখন থেকে দলের হেড কোচ হয়েছেন, তখন থেকে ভারতীয় দল বাংলাদেশ ছাড়া আর কোনো সিরিজ জিততে পারেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ কাগজে-কলমে ২-২ ড্র হয়েছে, কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, যদি সঠিক দল মাঠে নামানো হত, তা হলে ভারত ৩-১ ব্যবধানে সিরিজ জিততে পারত।
সাবা করিম বলেছেন, সাদা বলের গ্ল্যামার দেখে দল তৈরি করা ভুল। দলকে শুধু টেস্ট বাঁচানোর জন্য নয়, বরং টেস্ট জেতার মতো কম্বিনেশনে নামানো উচিত ছিল — সেটা হয়নি। ডিফেন্সিভ মানসিকতার কারণে একাদশে ৮ জন ব্যাটসম্যান খেলানো হয়েছিল, আর তাতেই আমরা জেতা ম্যাচ হেরে বসি।
advertisement
আরও পড়ুন- মাসতুতো বোনকে বিয়ে! এই পাক ক্রিকেটারের নাম জড়ায় তামান্না ভাটিয়ার সঙ্গে, তার পর…
তিনি আরও বলেন, আগ্রাসন দেখানো আর আক্রমণাত্মক কৌশল তৈরি করা — এই দু’টির মধ্যে বড় পার্থক্য আছে। বিসিসিআই-কে এটা বুঝতে হবে, কোন ফরম্যাটে কেমন মানসিকতার প্রয়োজন হয়! গম্ভীর ওডিআই ও টি-২০ ফরম্যাটের দলকে টেস্ট ফরম্যাটেও প্রয়োগ করতে চাইছেন, যা ঠিক নয়।আইপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে দলকে জয় এনে দেওয়া গৌতম গম্ভীর সাদা বলের ফরম্যাটে ভাল করছেন, তাই তাঁকে ওই ফরম্যাটেই দায়িত্ব দেওয়া উচিত।
advertisement
সাবা করিম আরও বলেন, যেভাবে শেষ টেস্টে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে, তা দেখে এটা পরিষ্কার হয়ে গেছে যে আগামী দিনে ধীরে ধীরে শুভমান গিলের আধিপত্য দলের উপর দেখা যাবে। প্রথমত, ও প্রথম সিরিজেই অধিনায়ক হিসেবে আত্মবিশ্বাসী ব্যাটিং করেছে। যার ফলে ড্রেসিংরুমে ওর সম্মান বেড়েছে।
দ্বিতীয়ত, ও একজন ভালো শ্রোতা — অর্থাৎ অন্যের কথা গুরুত্ব দিয়ে শোনে। ফলে খেলোয়াড়রা তাঁদের সমস্যার কথা ওকে বলতে দ্বিধা করেন না। আর অধিনায়ক হিসেবে ও সেই সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করেন, যা বিশ্বের অনেক সফল অধিনায়কের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Gautam Gambhir : 'চাকরি' যাচ্ছে গৌতম গম্ভীরের! বড়সড় দাবি মহাতারকার, এমন কারণ আগে দেখেনি ভারতীয় ক্রিকেট
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement