Wriddhiman Saha Controversy: ‘‘ঋদ্ধিমান সাহা মোটেই ঠিক করেননি’’-ব্যক্তিগত মত সৌরভের দাদা স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়ের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Wriddhiman Saha Controversy: ‘‘এটা আমার ব্যক্তিগত মত, কিন্তু যেটা ওকে বলা হয়েছিল সেটা ব্যক্তিগত, এটা সকলের সামনে আসা উচিত ছিল না৷
#কলকাতা: ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছেন বাংলার ক্রিকেটার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)৷ এরপরেই বোর্ড (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) একহাত নিয়েছেন ঋদ্ধিমান (Wriddhiman Saha Controversy)৷
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে এক হোয়াটসঅ্যাপ চ্যাট সর্বসমক্ষে আনেন৷ সেই চ্যাটের স্ক্রিনশট শেয়ার না করলেও তিনি জানান সৌরভ অর্থাৎ দাদি তাঁকে আশ্বাস দিয়েছিলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টে ৬১ রান করার পর যে জাতীয় দলে তাঁর জায়গা সুরক্ষিত৷
সিএবি সচিব স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় (Snehashis Ganguly) অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা এবার ঋদ্ধিমান সাহা বিতর্কে মুখ খুললেন৷ সাহা -র বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি৷ তাঁর সঙ্গে তিনি সাংবাদিকের সঙ্গে কথা বলার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেওয়ায় আরও বেশি স্নেহাশিষের ক্ষোভের মুখে পড়েছেন৷
advertisement
advertisement
শনিবার ঋদ্ধিমান সাহা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬১ রান করার পর দাদা (সৌরভ) আমায় শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন, হোয়াটসঅ্যাপে তিনি লিখেছিলেন আমি যতদিন এখানে আছি ততদিন তুমি দলে আছ৷ বিসিসিআই প্রেসিডেন্টের এই ধরণের মেসেজ আমার মনোবল বাড়িয়েছিল৷ আমি এখন বুঝতে পারছি না এত দ্রুত কি বদলাল৷ ’’
advertisement
ঋদ্ধিমান সাহার এই মন্তব্যের ভিত্তিতে সিএবি সচিব স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় বলেন কী করে ঋদ্ধি (Wriddhiman Saha Controversy) এরকম ভাবে ব্যক্তিগত কথা সবার সামনে আনলেন, তাও আবার বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা৷
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘এটা আমার ব্যক্তিগত মত, কিন্তু যেটা ওকে বলা হয়েছিল সেটা ব্যক্তিগত, এটা সকলের সামনে আসা উচিত ছিল না৷ ও রনজি খেলতে পারত৷ ও ব্যক্তিগত কারণ দেখিয়ে রনজি থেকে নাম তুলে নেয় আমরা ওর সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি৷ ওর জন্য দরজা সবসময়েই খোলা রয়েছে৷ যখন ও দলে যোগ দিতে চায়৷’’
advertisement
ফেব্রুয়ারি-র ১৯ তারিখ ঋদ্ধিমান সাহা এই বিতর্ক আরও বাড়িয়ে দেন সেখানে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন৷ যিনি ঋদ্ধিমান সাহার একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ চান কিন্তু সেটা না দিতে চাওয়ায় তিনি ঋদ্ধিকে হুমকি দেন৷ যা নিয়ে ফের নতুন করে ঋদ্ধিমান সাহা বিতর্ক বেড়ে উঠেছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 22, 2022 1:22 PM IST