কোহলির নাম খেলরত্নের জন্য পাঠাল বোর্ড, দ্রাবিড়ের নাম গেল দ্রোণাচার্যের জন্য

Last Updated:

আইপিএলে সময় খুব একটা ভালো যাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলির ৷ তবে এরইমধ্য সুখবর এল ৷

#মুম্বই:  আইপিএলে সময় খুব একটা ভালো যাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলির ৷ তবে এরইমধ্য সুখবর এল ৷
ভারতীয় বোর্ড ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান রাজীব গান্ধী খেলরত্নের জন্য বিরাট কোহলির নাম মনোনয়ন করেছে ৷ শুধু তাই নয় রাহুল দ্রাবিড়ের দুরন্ত কোচিংয়ের জন্য তাঁর নাম দ্রোণাচার্য সম্মান ও সুনীল গাভাসকরের ক্রিকেটে সারাজীবনের অবদানের জন্য তাঁর নাম ধ্যানচাঁদ সম্মানের জন্য মনোনয়ন করেছ ৷
ভারতীয় বোর্ডের পক্ষ থেকে সিওএ –প্রধান বিনোদ রাই জানিয়েছেন, ‘হ্যাঁ আমরা কেন্দ্রীয় সরকারের কাছে একাধিক বিভাগে নামের মনোনয়ন পাঠিয়েছি ৷ রাহুলের নাম দ্রোণাচার্যের জন্য মনোনয়ন হিসেবে পাঠিয়েছি ৷ ’
advertisement
advertisement
এর আগেও কোহলির নাম রাজীব গান্ধী খেলরত্নের জন্য মনোনয়ন করা হয়েছিল ৷ কিন্তু সে বছর রিও অলিম্পিক্সে পিভি সিন্ধু, সাক্ষী মালিকরা পদক পাওয়ায় কোহলির খেলরত্ন জোটেনি ৷ তাই এবার তাঁর নাম ফের একবার মনোনয়ন হিসেবে পাঠাচ্ছে বোর্ড ৷
BCCI nominates Rahul Dravid’s name for Dronacharya award /File Photo BCCI nominates Rahul Dravid’s name for Dronacharya award /File Photo
advertisement
এদিকে বেশ কিছু বছর ধরে ভারতীয় বোর্ড দ্রোণাচার্য পুরস্কারের জন্য নিজেদের পক্ষ থেকে মনোনয়ন পাঠায় না ৷ আসলে বিভিন্ন সময়ে একজন ক্রিকেটারের সাফল্যের জন্য একাধিক কোচ নেপথ্য কারিগর হওয়ার দাবি করায় বোর্ড আর ঝামেলায় যেতে চায়নি ৷ এদিকে এর আগে বিরাট কোহলির কোচ রাজকুমার শর্মা  ব্যক্তিগত স্তরে মনোনয়ন জমা দিয়েছিলেন ৷ তবে রাহুল দ্রাবিড় যেভাবে দায়িত্ব নিয়ে কোচ হিসেবে একের পর এক সাফল্য এনে দিয়েছেন তাতে দারুণ খুশি বিসিসিআই ৷ তাই প্রথা ভেঙে অনেক দিন বাদে দ্রোণাচার্য বিভাগেও মনোনয়ন পাঠালো ৷
বাংলা খবর/ খবর/খেলা/
কোহলির নাম খেলরত্নের জন্য পাঠাল বোর্ড, দ্রাবিড়ের নাম গেল দ্রোণাচার্যের জন্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement