#কলকাতা: দক্ষিণ আফ্রিকা সফর শেষে বাকি ভারতীয় ক্রিকেটাররা দেশে ফিরে এলেও দুবাইয়ে কেন থেকে গিয়েছিলেন মহম্মদ শামি ? স্ত্রী হাসিন জাহানের চাঞ্চল্যকর অভিযোগের পর থেকে গত কয়েকদিন ধরেই তোলপাড় চলছে ৷ শামি ঠিক ক’দিন দুবাইয়ে ছিলেন, সেটা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছিল কলকাতা পুলিশ ৷ সেই তথ্য শেষপর্যন্ত পুলিশকে জানাল বিসিসিআই ৷ ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা সফর শেষে মোট দু’দিন দুবাইয়ে থেকে গিয়েছিলেন শামি ৷ বোর্ডের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে ৷
কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার (ক্রাইম) প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন, ‘‘ বিসিসিআই-এর তরফে আমরা একটা চিঠি পেয়েছি৷ সেখানে জানানো হয়েছে, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি, এই দু’দিন শামি দুবাইয়ে ছিলেন ৷ ’’ তবে ওই দু’দিন শামির দুবাইয়ে থাকার খরচ বোর্ডের তরফেই বহন করা হয়েছিল কী না, সেটা এখনও স্পষ্ট নয় ৷
এদিকে ভারতের একটি চ্যানেলেকে দেওয়া সাক্ষাৎকারে যে পাকিস্তানি মহিলাকে নিয়ে মূল বিতর্ক, সেই আলিশবা শামির সঙ্গে তাঁর দেখা হওয়া কথা শিকার হলেও কোনও টাকাপয়সার লেনদেন হওয়ার কথা সাফ অস্বীকার করেছিলেন ৷ বরং এই বিতর্কে শামির পাশেই দাঁড়িয়েছেন আলিশবা ৷ ম্যাচ ফিক্সিং বিতর্কে স্বস্তিই দিয়েছেন ভারতীয় পেসারকে ৷ ম্যাচ ফিক্সিং প্রসঙ্গে আলিশবা জানিয়েছেন, ‘‘ শামি একজন সৎ মানুষ। তিনি দেশের সঙ্গে কখনই গদ্দারি করবেন না।"
শামির স্ত্রী হাসিন জাহান দাবি করেছিলেন আলিশবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পাশাপাশি দুবাইতে এই পাকিস্তানি মহিলার সঙ্গে দেখা করে মহম্মদ ভাইয়ের পাঠানো টাকাও নিয়েছিলেন শামি ৷ কিন্তু চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শামির সঙ্গে দেখা করার কথা স্বীকার করলেও টাকা নেওয়া বা তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা অস্বীকার করেছেন আলিশবা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI, Dubai, Kolkata Police, Mohammad Shami