মুম্বইতে বিসিসিআই এজিএমে সৌরভ, 'দাদার' আইসিসির টিকিট নিয়ে হতে পারে সিদ্ধান্ত

Last Updated:

মঙ্গলবার মুম্বইতে চলছে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। বোর্ডের নতুন প্যানেল নিয়ে আলোচনা বৈঠকে। সঙ্গে আইসিসি নির্বাচনে ভারতের প্রতিনিধি নিয়ে আলোচনা।

ঈরণ রায় বর্মন, কলকাতা: মঙ্গলবার সকালে মুম্বইতে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত বিসিসিআইের বার্ষিক সাধারণ সভা। বৈঠকে যোগ দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রয়েছেন জয় শাহ, রাজীব শুক্লা সহ অন্যান্য বিসিসিআই শীর্ষ আধিকারিকরা। এদিনের বৈঠকেই সরকারিভাবে বিসিসিআই সভাপতি হিসেবে মেয়াদ শেষ হতে চলেছে সৌরভের। বৈঠকে নতুন প্যানেল গঠনের পাশাপাশি মুখ্য আলোচনার বিষয় আইসিসির নির্বাচনে ভারতীয় বোর্ডের তরফে কাউকে প্রার্থী করা হবে কিনা। ভারত যদি প্রার্থী দেয় তাহলে আজকালকের মধ্যেই ঘোষণা করতে হবে।
ভারতীয় ক্রিকেট প্রশাসনের মসনদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে রজার বিনি বসতে চলেছেন। আইসিসি নির্বাচনে সৌরভকে প্রার্থী করা হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে বলেই বিসিসিআই সূত্রের খবর। আইসিসিতে প্রার্থী হওয়ার দৌড়ে নাম রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। ফলে সৌরভের আইসিসি-তে যাওয়ার লড়াইটা খুব একটা সহজ হবে না। তবে বিগত কয়েক দিনে বোর্ডের অন্দরে সৌরভের পরিস্থিতি আগের থেকে একটু ভালো জায়গায় এসেছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, আগামী ২০ অক্টোবর আইসিসির নির্বাচনের মনোনয়ন দেওয়ার শেষ দিন। আর সিএবি’র মনোনয়ন দেওয়ার শেষদিন ২২ অক্টোবর। এর আগেও একাধিকবার সৌরভ গঙ্গোপাধ্যায় খুব কঠিন পরিস্থিতি থেকে কামব্যাক করেছেন। এবারও কী তেমন কিছু দেখা যাবে। বিসিসআইয়ের সভায় শেষ মুহূর্তে কোন নাটকীয় পট পরিবর্তন হয় কিনা সেদিকেই নজর সকলের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মুম্বইতে বিসিসিআই এজিএমে সৌরভ, 'দাদার' আইসিসির টিকিট নিয়ে হতে পারে সিদ্ধান্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement