Team India: দলে একগুচ্ছ নতুন মুখ, নতুন সফরে নতুন অধিনায়ক পেল টিম ইন্ডিয়া
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Team India: আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল। এবার হল আনুষ্ঠানিক ঘোষণা। টি-২০ বিশ্বকাপের মাঝেই পরবর্তী জিম্বাবোয়ে সফরের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। অধিনায়ক হলেন শুভমান গিল।
মুম্বই: আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল। এবার হল আনুষ্ঠানিক ঘোষণা। টি-২০ বিশ্বকাপের মাঝেই পরবর্তী জিম্বাবোয়ে সফরের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে নতুন অধিনায়ক পেল টিম ইন্ডিয়া। ভারতীয় দলের নতুন অধিনায়ক হলেন শুভমান গিল। চলতি টি-২০ বিশ্বকাপের দলে থাকা দুজন ক্রিকেটার সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল রয়েছে জিম্বাবোয়ে সফরের দলে।
ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা সকলেই বিশ্রাম নেওয়ার এই সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন একাধিক নতুন মুখ। অভিষেক শর্মা, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, তুষার দেশপাণ্ডেরা। সঙ্গে রয়েছেন সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিংরা। সঞ্জু ছাড়াও দলে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন ধ্রুব জুরেল। বাংলা থেকে দলে রয়েছেন মুকেশ কুমার।
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের পর জিম্বাবোয়ে সফরে যাবে ভারতীয় দল। ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ৬ জুলাই থেকে শুরু হবে। ৬, ৭, ১০, ১৩ ও ১৪ জুলাই হবে ৫টি টি-২০ ম্যাচ। ১০ জুলাইয়ের ম্যাচ বাদ দিয়ে বাকি সব ম্যাচই ভারতীয় সময় দুপুর ১টা থেকে শুরু। ১০ তারিখের ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়। টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ার আক্ষেপ ছিল শুভমান গিলের। তবে জিম্বাবোয়ে সফরে বড় দায়িত্ব পেয়ে কিছু করে দেখাতে মরিয়া গিল।
advertisement
advertisement
—- Polls module would be displayed here —-
এক ঝলকে দেখে নিন জিম্বাবোয়ে সফরে ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), নীতিশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খালিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপাণ্ডে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2024 6:53 PM IST