হোম /খবর /খেলা /
কেকেআরের চিন্তা বাড়াল বাংলাদেশ বোর্ড! আটকে দিল সাকিব এবং লিটনকে

KKR: কেকেআরের চিন্তা বাড়াল বাংলাদেশ বোর্ড! আটকে দিল সাকিব এবং লিটনকে

সাকিব, লিটনকে প্রথম থেকে পাচ্ছে না কেকেআর

সাকিব, লিটনকে প্রথম থেকে পাচ্ছে না কেকেআর

  • Share this:

কলকাতা: দুদিন আগেই খবর ছড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হতে পারেন বাংলাদেশের লিটন দাস। কেউ আবার হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসানের নাম। কিন্তু এর কোনটাই যে হচ্ছে না সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেল এবার। এক কথায় বলতে গেলে কেকেআরকে বেশ বড় ধাক্কা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবেন সাকিবরা।

শনিবার থেকে এক দিনের সিরিজ় শুরু হচ্ছে। তিনটি ম্যাচ খেলবে দুই দেশ। এর পর টি-টোয়েন্টি সিরিজ় এবং একটি টেস্টও রয়েছে। টেস্টটি শুরু হবে ৪ এপ্রিল। সেই টেস্ট পাঁচ দিন চললে সাকিবরা ছুটি পাবেন ৮ এপ্রিলের পর। টেস্টের পরের দিন এসেই তাঁদের পক্ষে আইপিএল খেলতে নেমে পড়া কঠিন হবে। অর্থাৎ নাইটদের ১৪ এপ্রিলের ম্যাচের আগে সাকিবদের পাওয়া সম্ভব হবে না।

কলকাতার প্রথম তিনটি ম্যাচে খেলতে পারবেন না তাঁরা। নিলামে এই দুই ক্রিকেটারের পিছনে ২ কোটি টাকা খরচ করেছিল কেকেআর। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা থাকায় সাকিবদের পাওয়া যাবে না আইপিএলের শুরুর দিকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছিলেন যে, সাকিবদের ছাড়পত্র দেওয়া নিয়ে আলোচনা করতে হবে।

একেই চোটের কারণে অধিনায়ক শ্রেয়স আইয়ার কবে ফিট হবেন কেউ জানে না। রাসেল, নারিন, সাউদি, রানাদের মতো সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে। ক্রমশে যেন চাপ বেড়েই চলেছে শাহরুখ খানের দলের। এই ব্যাপারটা কিভাবে সামলান নতুন কোচ চন্দ্রকান্ত পন্ডিত সেটাই দেখার। এদিকে মঙ্গলবার থেকে যাদবপুর মাঠে শুরু হয়ে যাবে কেকেআর শিবির। তিন দিন বাদে প্র্যাকটিস শুরু হবে ইডেনে। একে একে ক্রিকেটাররা শহরে আসতে শুরু করবেন।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: BCB, Kkr, Shakib Al Hasan