বুন্দেশলিগা বায়ার্নের ! উৎসবে সামিল মুলার লেভানডস্কিরা
Last Updated:
এক ম্যাচ বাকি থাকতেই বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ। পরপর চারবারের জয়ে হতাশা মুছল চ্যাম্পিয়ন্স লিগে হারের। জয়ের সেলিব্রেশনে মাতলেন মুলার, লাম থেকে গোৎসে, ন্যুয়েররা।
#মিউনিখ: এক ম্যাচ বাকি থাকতেই বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ। পরপর চারবারের জয়ে হতাশা মুছল চ্যাম্পিয়ন্স লিগে হারের। জয়ের সেলিব্রেশনে মাতলেন মুলার, লাম থেকে গোৎসে, ন্যুয়েররা।
মুলার, লেভানডস্কি, রিবেরি, আর্জেন রবেন --- একের পর এক গোল ! বুন্দেশলিগায় স্বপ্নসার্থক। পেপ গুয়ার্দিওলার তিনে তিন। বায়ার্নের চারে চার। ইঙ্গোলস্তাদকে ২-১ হারিয়ে বুন্দেশলিগা খেতাব ২০১৬-তেও বায়ার্নের। চ্যাম্পিয়ন্স লিগের যন্ত্রণা ভুলে-মাঠেই সেলিব্রেশনে মাতলেন জয়ের কারিগররা। সঙ্গে ফর-এভার জার্সিতে ঝলমলে বায়ার্ন। শুধু মাঠ নয়, ড্রেসিংরুমেও তাই চলল উল্লাস। এই নিয়ে ২৬বার। এবং টানা ৪বার চ্যাম্পিয়ন। শুরুটা করে দিয়েছিলেন জুপ হেইনকেস। রেকর্ড করলেন পেপ গুয়ার্দিওলা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2016 1:17 PM IST