Bankura News: আন্তর্জাতিক ক্যারাটে'তে বাঁকুড়ার 'দাদাগিরি"! হাঁ করে দেখল বিশ্ব

Last Updated:

Bankura News: মহিলাদের ক্যারাটে শেখার এখন দিন দিন প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বাঁকুড়া জেলা এবং খাতড়াও সেখানে পিছিয়ে নেই। এবার কাণ্ড ঘটাল জেলার ছেলে-মেয়েরা।

+
নেতাজি

নেতাজি ইনডোর স্টেডিয়াম

বাঁকুড়া: নিজেদের সুরক্ষার্থে মহিলা পুরুষ নির্বিশেষে ক্যারাটে শেখা অত্যন্ত প্রয়োজন। সেই কারণে বাঁকুড়ায় এখন মহিলা এবং পুরুষ প্রত্যেকেই ক্যারাটেতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। বিশেষ করে মহিলাদের ক্যারাটে শেখার এখন দিন দিন প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বাঁকুড়া জেলা এবং খাতড়াও সেখানে পিছিয়ে নেই।
বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক অমিত কর মোদক-এর কাছে এখন প্রশিক্ষণ পাচ্ছেন প্রচুর ছেলেমেয়ে। তারাই পৌঁছে গিয়েছিল ইন্টারন্যাশনাল ক্যারাটে কম্পিটিশনে। বাঁকুড়া থেকে কলকাতা গিয়ে একপ্রকার দাদাগিরি করে এল জেলার ছেলেমেয়েরা। আসল ঘটনা জানলে আপনার চোখ কপালে উঠবে। একটা নয় দুটো নয়! মোট তেরটি পদক পেয়েছে বাঁকুড়া!
চলতি মাসের ২৫-২৭ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলে ৯টি দেশের প্রতিযোগিদের নিয়ে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা ২০২৫। বাঁকুড়া এবং খাতড়া সেখানে পিছিয়ে নেই, এই এলাকার বহু ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বাঁকুড়ার জয়জয়কার। কলকাতার নেতাজি ইণ্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় চারটি সোনা, একটি রুপা ও আটটি ব্রোঞ্জ পদক জয় করেন বাঁকুড়ার প্রতিযোগীরা।
advertisement
advertisement
একটি ক্যারাটে অ্যাকাডেমির প্রশিক্ষক ও বাঁকুড়া ডিষ্ট্রিক্ট স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়াশনের সাধারণ সম্পাদক অমিত কর মোদক বলেন,নেতাজি ইণ্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন দিনের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের গণ্ডি ছাড়িয়ে মালেশিয়া, নেপাল, ভুটান থেকেও প্রতিযোগিরা অংশ নিয়েছিল। পুয়াবাগান, খাতড়া ও বাঁকুড়া থেকে ১২ জন প্রতিযোগী বাঁকুড়ার প্রতিনিধিত্ব করে। তাদের মধ্যে বিভিন্ন বিভাগে ১৩ টি পদক জেলার প্রতিযোগিরা জয়লাভ করেছে বলে তিনি জানান।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/খেলা/
Bankura News: আন্তর্জাতিক ক্যারাটে'তে বাঁকুড়ার 'দাদাগিরি"! হাঁ করে দেখল বিশ্ব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement